![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াবিহীন যৌনতা যেমন নোংরামি
যৌনতা বিহীন মায়াও নষ্টামি,
সে তুমি বুঝবে না-
নিজেকে দামী ভাবতে পারলাম না,
তাই বিসর্জন বলবনা।
তোমাকে ঈশ্বর ভাবতে ও ইচ্ছে হয়না আজকাল,
তাই সমর্পণ ও বলা যাবেনা।
স্মৃতিভ্রষ্ট না হয়েও অনেকগুলো মুহূর্ত হারালাম
বোধ হয় আত্মভ্রষ্ট হওয়ার কারনে।
অন্ধকারে আকাশ দেখার কি আছে??
ভান তোমাকে মানায় না,
আমার ও ঠিক রং খেলা পোষায় না
হোকনা তোমার রং তুলি,
শরীরতো আমার-
এবার তবে তাকাও
খেলার রং এ কেমন লাগছে বলো
মোহিনী??
চোখদুটো খুব শ্রেণিহীন লাগছে,
কাপড় খুলে গেলাম;
তোমার উরুর উপর
খেয়াল হলে নিংড়ে নিও,
মায়া উত্তোলনের জন্য।
২| ১৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগেনি।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৯
আমি ধূসর বলেছেন: সত্যি নারী তুমি মায়ার খেলা