![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাদুভাইয়ের মুখে আমি অনেক গল্প শুনেছি
মুখ দিয়ে চুক চুক শব্দ করে দাদু বলতো-
ইশশিরে দাদুভাই!তোরা তো কিছুই দেখিসনি!
তার কাছেই শুনেছি-
হলুদ সোডিয়ামের আলোর চেয়ে
নদীতীরে সূর্যোদয় সুন্দর
পিচের মসৃণতার চেয়ে
এবড়োখেবড়ো জমিন সুন্দর
মোটরের স্বাচ্ছন্দ্যের চেয়ে
নৌকার দুলুনি সুন্দর
এসির তাপনিয়ন্ত্রণ চেয়ে
বাউলা লু হাওয়া সুন্দর
আমার কাছে এর সবই মিথ
দেখিনি আমি-জানিনি তাই
হয়তো সত্যিই আমাদের চেয়ে
আমার বৃদ্ধ দাদুর সময় বেশি সুন্দর
আমি জানিনা নিশ্চিত।
শুধু জানি,নিশ্চিত জানি
দাদুর বৃদ্ধ দাদুর কাছে তার সময়টা
সুন্দর ছিলো আরো
মুখ দিয়ে চুক চুক শব্দ করে
সে আমার বালক দাদুকে বলতো-
ইশশিরে দাদুভাই!তোরা তো কিছুই দেখিসনি!
একদিন-
আমিও বৃদ্ধ হবো
আমার বর্তমানটা আমার অতীত হবে
তখন আমার বর্তমানও হবে মায়াময় মিথ
আমিও মুখ দিয়ে চুক চুক শব্দ করে বলবো-
ইশশিরে দাদুভাই!তোরা তো কিছুই দেখিসনি!
©somewhere in net ltd.