![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানতাম ভালোবেসে লাভ নেই
তবু ভালোবেসেছিলাম
তোমায় আর্জিও করেছিলাম করজোড়ে-
বললে,'ধাক্কা দিয়ে ভালোবাসাকে
দশ তলা বিল্ডিঙের ছাদ থেকে ফেলে দাও।'
তোমার উপদেশে মেনে
বিব্রত সেই ভালোবাসাকে
ধাক্কা দিয়ে দশতলা বিল্ডিঙয়ের
ছাদের থেকে ফেলে দিয়েছিলাম।
ভালোবাসা আছাড় খেয়ে পড়েছিলো নরম মাটিতে
ভেবেছিলাম,বাঁচা গেলো
ভালোবাসা মরে গেছে
কিন্তু সে মরেনি।
বিকলাঙ্গ হয়ে বেঁচে গেছে
অসহায় অপাঙ্গক্তেয় হয়ে বেঁচে গেছে
তাই তাকে ছুঁড়ে ফেলে দেইনি
পঙ্গুকে তো আর মারা যায়না
মুর্দাও তো নয় যে কবর দিয়ে দেবো
শত হোক!এতোদিনের পুরানো বন্ধু
হুট করে-
রাস্তায় ফেলেও তো দেয়া যায়না
তাই সে এখনো আমার সাথেই থাকে
আমার বিছানায় আমার সাথে ঘুমায়
আমি আর আমার বিকলাঙ্গ ভালোবাসা
জড়াজড়ি করে শুয়ে থাকি
©somewhere in net ltd.