নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই লোকটি আজকের বাংলাদেশকে একাত্তরের লজ্জা বলে ডেকেছিলো

অনুপম দেবাশীষ রায়

আমি অনুপম

অনুপম দেবাশীষ রায় › বিস্তারিত পোস্টঃ

তোমায় ভালোবাসি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

নীল যমুনার স্রোত তুমি
কাশপালকের হাওয়া
গরুর গাড়ির দুলদুলুনির
ভাওয়াইয়া গান গাওয়া
সবুজ বনের রাজা তুমি
নিঝুম দ্বীপের রাণী
তুমিই আমার ময়নামতির
সভ্যতা রাজধানী
সাগরপাড়ের উথাল বাতাস
জোছনা চাঁদের হাসি
বর্ষাঝরা রাত্রি তুমই
তোমায় ভালোবাসি

কাস্তে লাঙ্গল জোয়াল তুমি
তুমিই নকশীকাঁথা
তুমিই লাঠি-মশাল ওগো
বীর সোনাইয়ের গাঁথা
লালন-হাসন-করিম তুমি
তুমিই তো বৈরাগী
তুমিই আমার আউলিয়া আর
সন্ন্যাসী-বিবাগী
পালতোলা ঐ নৌকা তুমি
তুমিই চায়ের টিলা
তুমিই ডাহুক,বউ-কথা-কও
তুমিই তো হাড়গিলা
দাদুমনির মশকরা আর
দাদুভাইয়ের কাশি
অভিমানী ছোটন তুমি
তোমায় ভালোবাসি

সাতসকালের আযান তুমি
তুমিই উলুধ্বনি
তুমিই বোধিবৃক্ষ তুমিই
গীর্জা আবাহনী
জাগো বাহে-ধ্বনি তুমি
তুমিই নীল বিপ্লবী
তুমিই আমার তীতুমীর আর
সূর্যসেনের ছবি
তুমিই একুশ,ভাষার শোনিত
তুমিই মুক্তিসেনা
তুমিই আমার ঐ পতাকা
রক্ত দিয়ে কেনা
তুমিই স্মৃতিসৌধ পরে
গোলাপ ফুলের রাশি
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালো বাসি।

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.