![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্ভুত আলস্য
আজকাল আমাকে অদ্ভুত এক আলস্যে ভর করেছে
হেলেদুলে দুলকি চালে চলি,
কলম তুলে দুই লাইন লিখবারও সময় মেলে না।
একটা ছোট্ট কাজ করবো করবো ভাবি ঘন্টা কয়েক
তবু করা হয়না
দিনশেষে রাত এসে ভোর হলে দেখি,একি!
কিছুই যে হয়নিকো করা।
কাব্যলক্ষীর আরাধনা হয়নি,হয়নি কলম তোলা
বহুদিন ফেলে রাখা ছোটগল্পে
আলস্যে আজ করিনি গোসল
দুপুরে খাইনি বা!মনে নেই
এরকমই কেটে যায় দিন
আজকাল আমাকে অদ্ভুত এক আলস্যে ভর করেছে
পত্রিকা,মুখবই আর তারছেড়া ফোনের মারফত
বন্ধু বান্ধব থেকে পেয়েছি খবর,
আজকাল নাকি সবাইকেই এই অদ্ভুত আলস্যে ভর করেছে
ছাত্ররা ইস্কুলে যাচ্ছেনা
বন্দরে নেই কোলাহল
স্টক-শেয়ারের হাট খোলা নেই
পথে নাকি নেই গাড়িঘোড়া
চায়ের দোকান নেই,নেই পাশে
আধাবোকা বিড়ি টানা খোকা
বাজার সদাই নেই সদাই চারিদিক
থমথমে নিশ্চুপ;যেন কারো মৃত্যুবার্ষিকি!
আজকাল সবাইকেই অদ্ভুত এক আলস্যে ভর করেছে
ছেলেরা মাঠে খেলছেনা
মেয়েরা দলবেঁধে গল্পে মাতেনি
বুড়োরা পার্কে হাঁটতে বেরোয়েনি
একটা ভিখিরি নেই পথে
থমথমে নিশ্চুপ;যেন কারো মৃত্যুবার্ষিকি!
আজ মৃত্যুবার্ষিকি
বহুদিন আগে বুঝি এই দিনে গিয়েছিলো মরে
দেশের তারুণ্য,আশা,স্বপ্ন,সাহস
তাইতো দেশের ওপর আজ অদ্ভুত আলস্য ভর করেছে
আলস্য আরামপ্রদ,এ অদ্ভুত আলস্য অস্বস্তির
মনে হয়,কিছু তো উচিত করা,তবু শেষমেশ করা হয়না
সবার ওপরে ঠিক এরকম অদ্ভুত এক আলস্যে ভর করেছে
অলস নেইকো বসে অন্ধকারের শক্তিগুলো,তারা সক্রিয়
আজকাল অদ্ভুত অলস জাতির ওপর সেই অন্ধকারের চাদর ভর করছে
©somewhere in net ltd.