![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মেয়েটা,এদিক এসো
তোমায় আমি আকাশ দেবো
হাতটা পাতো চোখটা বোজো
হাতের তেলোয় আকাশ দেবো।
আকাশ দেবে? কেমন আকাশ?
আকাশ কি আর হয় কখনো?
মাথার উপরে দেখছি যেটা-
ওইটা মিছে,আকাশ নাতো
আকাশ বলে হয়না কিছু।
তোমরা যারে আকাশ বলো
ওইতো ভ্রমের নীলের দেয়াল
ওই ওখানে নেই কিছু নেই
ওই ওপরে শূণ্য অসীম
আলোয় কালো নীল হয়ে যায়
এই মেয়েটা,এদিক এসো
বিশ্বাসে তো চোখ বোজোনি
ধরতে আকাশ হাত পাতোনি
ভাবছো তুমি আকাশ মিছে
এখন দেখো দুচোখ মেলে
হাতের তেলোয় আকাশ দিলাম
এইযে দুহাত,নোংরা কালো
এইযে দুহাত,জাপটে ধরো
এই দুহাতে নেই কিছু নেই
দুহাত ভরা অসীম আলো
এই এখানে আকাশ আছে
এইযে আলো,এইযে কালো
এইযে অসীম-শূণ্যে ঘেরা
এই এখানে আর কিছু নেই
তাই এখানে আকাশ আছে
০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:০৬
অনুপম দেবাশীষ রায় বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১০
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর