![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিনিক্স
পাখায় আর নেই তার আগের যৌবন
ঠোঁটে আর নেই তার আগের তীক্ষ্ণতা
কমে গেছে অশ্রুর ব্যাথানাশকতা
আজ আর কদর নেই আগের মতন
বুড়ো হয়ে গেছে সেই যাদুর পাখিটা
অপমানের অঙ্গারে অন্তর জ্বলে
যাদুকরি পাখি তার যাদুমায়ামায়াবলে
দেহের প্রতিটি কোণে ছোটে সে আগুন
অন্তর পুড়ে যবে ধোঁয়াশা উনুন
তারি সাথে দেহ পুড়ে ছাই হয়ে যায়
মেলে তাতে পাখিটার কিছুটা সুকুন
দেহদাহে হৃদদাহ কিছুটা কমায়
যাদুকরী পাখি আজ ধুলো ধুলো ছাই
মিলিয়েছে রূপ তার কালচে ধূসরে
যেই ছাই হতে তার হয়েছে উত্থান
অবশেষে গেছে সেই ছাইয়েতে মিলায়ে
চায়না চায়না পাখি খ্যাতি আরবার
চায় সে বাচিতে আজ ছাইয়ের জীবন
মিটেছে মিটেছে আশা খ্যাতির তাহার
চায়না পাখায় আর রঙের উড়াল
চায়না সে ফিরে পেতে স্বর্ণ পালক
চায় সে বাঁচতে হয়ে অতিসাধারণ
ছাই হয়ে যেতে চায় মিলিয়ে বাতাসে
লোক অজানিতে চায় ভ্রমিতে কানন
ছাই হয়ে যাবে উড়ে স্বাধীন আকাশে
সবার কামনা হয়ে বাচিতে বাচিতে
ক্লান্ত বড়ই আজ জাদুপাখিখানি
চোখের আড়াল পাখি যাচিতে যাচিতে
ছাই হয়ে ফুরলো যে কাম্যের গ্লানি
তবু সেই যাদুপাখি চায় বা না চায়
জড়ো হয় আবার যত দেহছাই তার
ফের তার গায়ে আসে রঙের উড়াল
চাদের জালোয়া কাপে পাখির পাখায়
ঠোঁটে আসে খাপখোলা তালোয়ার ধার
ডাকে তার মরে ফের দামাল কটাল
কুয়াশার মায়াজালে রাত বাঁধা হলে
শোনা যায় পাখিটার ডাক শোনা যায়
জোছনা যখন খেলে কুয়াশার কোলে
ছাই হতে চায় পাখি ছাই হতে চায়
ছাই হতে চায় পাখি ছাই হতে চায়
ছাই হতে চায় পাখি......
©somewhere in net ltd.