| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার জঠরে বেড়ে ওঠে আমার চারপেয়ে বুনো ভালোবাসা
তিতির পাখির তিরতিরানো ডানার মতন তোমার গাল কেপে ওঠে
আমার দুহাত তোমায় জড়িয়ে হয় এনাকোন্ডা
তোমার শরীরের বুনো ফুলের খাপছাড়া রেশমী গন্ধ
আমি রেশমকীট হয়ে আমার চারদিকে বুনি তোমার আস্তরণ
ক্লান্ত ভীত হরিণীর মতন তোমার চতুর্দিকে শশব্যস্ত চাহুনি
আমায় মুহুর্তে হিংস্র শ্বাপদ করে তোলে
তোমার জঠরে আমি বেড়ে উঠি বারংবার
তোমায় ভালোবেসে স্ফিংস হয়েছি,
আধা জানোয়ারের বক্ষে তুমি বুনেছো মনুষ্যত্বের ধান
কত শব্দের কত ব্যর্থ প্রচেষ্টায় কত শতাব্দি কেটেছে
আজ কিছু না বলেই পশুর মতন নি:শর্ত আকুল চাহনি দিয়ে দুজন
রচনা করবো এসো প্রেমের বৃহত্তম পদাবলি
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১৯
নাহিদ রুদ্রনীল বলেছেন: দাঁড়ি-কমা ব্যবহার করলে ভালো হতো। ভালো লাগলো। শুভকামনা জানবেন।