![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ইতোমধ্যে একটা গল্পের বই বের হয়েছে।
নিজের খরচে বের করেছিলাম এবং বইটি বেশ বিক্রিও হয়েছে-লাভও হয়েছে।
তবে নিজের উদ্যোগ হওয়াতে বইটি খুব ভালোমতন ডিস্ট্রিবিউট হয়নি-অর্থাৎ রকমারি ডটকম ছাড়া রিটেইল দোকানগুলোতে রাখতে পারিনি-কাজেই অনেকের কাছে বইটি পৌছায়নি।
কিছুদিনের মধ্যে আরো একটি বই বের করতে চাচ্ছি।
এবারের বইটি হবে ছোটগল্প,উপন্যাসিকা,কবিতা আর প্রবন্ধের একটি সম্মিলিত সংকলনের মতন।
বইটার নাম হবে-'রবীঠাকুরের সাথে পাল্লা'।
এখানে অনেকেই রয়েছেন যারা এ ব্যাপারে অভিজ্ঞ। তাদের কাছে জানতে চাচ্ছি-নবীন লেখকদের বই বের করার ব্যাপারে কি করা উচিত?
আমার কি কোন প্রকাশনার সাথে যোগাযোগ করা উচিত? করতে হলে কিভাবে করবো?
নাকি ফের নিজের মতন করে প্রকাশ করে তারপর একটা ভালো ডিস্ট্রিবিউটর খোঁজা উচিত?
এই বিষয়ে সামগ্রিক সাহায্য চাচ্ছি।
০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
অনুপম দেবাশীষ রায় বলেছেন: ছোটগল্পের একটা সংকলন ছিলো।
চার-পাচশ কপি বিক্রি হয়েছিলো।
আমি চার-পাচশ কপিই ছাপিয়েছিলাম।
২| ০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আমার শ্বশুড় বাংলাদেশের অনেক পুরনো একটি প্রকাশনী "কাকলী প্রকাশনী"র কর্ণধার। আপনি যদি চান, তবে ওনার প্রকাশনীর মাধ্যমে বই প্রকাশের ব্যবস্থা করে দিতে পারি।
আমাকে মেইল করতে পারেন এই ঠিকানায়ঃ [email protected] আমি আপনাকে ওনার সাথে যোগাযোগ করিয়ে দেব।
০২ রা মে, ২০১৫ রাত ৮:১০
অনুপম দেবাশীষ রায় বলেছেন: ধন্যবাদ ভাই।
অনেক ধন্যবাদ।
আপনাকে মেইল করছি।দয়া করে রিপ্লাই করবেন
০২ রা মে, ২০১৫ রাত ৮:৪৫
অনুপম দেবাশীষ রায় বলেছেন: সাথে আপনার ফোন নাম্বারটা দিলেও উপকৃত হতাম
৩| ০৩ রা মে, ২০১৫ সকাল ১১:১১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আপনার মেইলের উত্তর দিয়েছি।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
আমার কোন ধারণা নেই, সাহায্য করতে পারছি না।
আগের বইটা কি পরিমাণ বিক্রয় হয়েছে; কিসের উপর লেখা ছিল?