নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই লোকটি আজকের বাংলাদেশকে একাত্তরের লজ্জা বলে ডেকেছিলো

অনুপম দেবাশীষ রায়

আমি অনুপম

অনুপম দেবাশীষ রায় › বিস্তারিত পোস্টঃ

তোমায় আমার ভালোবাসতে ইচ্ছে করে

০৩ রা মে, ২০১৫ রাত ১১:৫৩

আমি যখন প্রেমে পড়ি তীব্রভাবেই পড়ি

তখন আমি সব নিষেধের বাধ ভুলে যাই

চোখটাকে তার কোটর থেকে খুবলে আনতে ইচ্ছে করে

দেয়ালটাতে কপাল ঠুকে দেয়াল ভাঙ্গতে ইচ্ছে করে

তখন আমার শরীর কেমন গুলিয়ে ওঠে



আমি যখন প্রেমে পড়ি তীব্রভাবেই পড়ি

তখন প্রতি নিশ্বাসে এই বুক পুড়ে যায়

তোমার ছবির দিকে আমি ঘণ্টা ধরে তাকিয়ে থাকি

ছবির গায়ে হাত বুলিয়ে তোমায় ছুঁতে চেষ্টা করি

তখন আমার মাথায় ভীষণ যন্ত্রণা হয়



আমি যখন প্রেমে পড়ি তীব্রভাবেই পড়ি

তখন আমার গলায় কথা আটকে থাকে

তোমার গলার স্বরটা শোনার জন্যে আমার সারা শরীর কাঁপতে থাকে

প্রত্যেকটা বাক্যে আমার বুক ধড়ফড় করতে থাকে

তখন আমার নিষেধ ভুলতে ইচ্ছে করে



হয়তো বড় ভুল সময়ে ভুল কারণে ভুলবশত জন্ম আমার

বারবার তোর পড়ছি প্রেমে সেইজন্যে হয়তো বিকট ঘৃণ্য আমি

তবু আমার বাঁধভাঙ্গা এই আবেগটুকুন মিথ্যে তো নয়

তবু আমার শরীরজোড়া এই জ্বালাটা মিথ্যে তো নয়

তোমায় আমার ভালোবাসতে ইচ্ছে করে



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ৭:০০

মন ময়ূরী বলেছেন: ভাল লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.