নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই লোকটি আজকের বাংলাদেশকে একাত্তরের লজ্জা বলে ডেকেছিলো

অনুপম দেবাশীষ রায়

আমি অনুপম

অনুপম দেবাশীষ রায় › বিস্তারিত পোস্টঃ

দেখ সে আবেগ আকাশজোড়া

০৪ ঠা মে, ২০১৫ রাত ১২:৫৬

একটা আবেগ বিক্রি হবে
আবেগ আমার সস্তা বড়
বলতে পারেন পানিরই দর
না! না! আবেগ সস্তা আরো
হাজার বাজার ঠোকর খাওয়া
অনেক বাসী এই পুরোনো নষ্ট আবেগ
দাম নেই এর-কেউ নেবেনা
এই আবেগের মৃত্যু ভালো

মৃত্যু ভালো?মৃত্যু কেমন?
আবেগ আমার মরছেনা তো
গলায় দড়ি দিয়েছিলাম
তারপরেও বেঁচেই আছে
দড়ির মাথায় ঝুলেই আছে
আধমরা সে নয় মরা তো
মরলে তবু বিদেয় হতো
আধেক মরে দাম কমেছে
এই আবেগ আর কেউ চায়না

তবুও বলছি-বিক্রি হবে
আবেগ আমার রিডাকশানে
অর্ধেক দাম চাইছি এবার
কেউ নেবেনা? কেউ নেবেনা?
এই আবেগে আর মধু নেই
এই আবেগটা শুকনো বড়
যতই বলি সত্যি আবেগ
আবেগ আমার আর তাজা নেই
ফরমালিনে মাখাইনি তো
তাই আবেগে বসছে মাছি

এইতো আমার সাধের আবেগ
সাধলাম এতো-কেউ নিলোনা
যাক এ আবেগ ফেলেই দেবো
সবার উপর রাগের মাথায়
যাক এ আবেগ ছড়িয়ে দেবো

লাল শালিকের পায়ের সাথে
আবেগটুকুন মুড়িয়ে দিলাম
আদর করে সাধের শালিক
ওই আকাশে উড়িয়ে দিলাম

যে আবেগটা কেউ নিলিনা
দেখ সে আবেগ ছড়িয়ে দিলাম
যে আবেগটা কেউ নিলিনা
দেখ সে আবেগ আকাশজোড়া

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৫ ভোর ৬:৫৭

মন ময়ূরী বলেছেন: ভাল লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.