নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই লোকটি আজকের বাংলাদেশকে একাত্তরের লজ্জা বলে ডেকেছিলো

অনুপম দেবাশীষ রায়

আমি অনুপম

অনুপম দেবাশীষ রায় › বিস্তারিত পোস্টঃ

খিদের পতাকা নেই

১৩ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৮

খিদের পতাকা নেই
নীলছেড়া ধনিকেরও দেশে
ভুইফোড়া দালানের ছায়াতলে শুয়ে থাকে
ফুলোপেট খালিপেট হাঁফধরা কৃষ্ণশিশুরা
দালানের পিছে গলি,গলিজোড়া তোড়া তোড়া প্রাণ
রাজধানী ফুলদানী থেকে ঝরে যাওয়া কিছু ফুল-
পড়ে আছে ওরা,ওদের আজ দেখেনাতো কেউ।
গাড়ী হেঁকে জিমে যায় 'মরবিড অবিস' কুমারী
কান ঢাকা হেডফোনে-চোখে রোদচশমা
দেখেনা শোনেনা কিছু।
জাস্টিস স্কয়ারের চোখবাধা মূর্তির মতন
একুয়াল জাস্টিস আন্ডার ল
তার নিচে পড়ে থাকে গরীবের আধামরা দেহ
উপরে কাঁপতে থাকে স্টারস এন্ড স্ট্রাইপস
সিগারেট পুড়ে আসে-হোমলেস হিপি হেসে বলে-
পতাকা আমার নয়-নেই আমার কোন আদালত-
খিদের পতাকা নেই-
বিনিসুতো মালা গেঁথে গড়েছে দুনিয়াজোড়া দেশ
এতোবড় পতাকার কাপড় যাবেনা পাওয়া কোথা।
পতাকা গড়েছে ওরা-বহুবারে বহু নাম দিয়ে
গরীবের অধিকার চেয়ে ওরা কতোজনে দিয়ে গেলো প্রাণ
লালে নীলে গড়ে হাতে তুলে দিলো ঝান্ডা কতক
দুনিয়ার ভুখা তবে এইবারে একজোট হও
খিদের-পতাকা তোলো।
তবুওতো ভরপেট খাবার দিলোনা গিয়ে কেউ
দুর্বল হাতে তাই পতাকা থাকেনা খাড়া
নেতিয়ে লুটিয়ে পড়ে ধূসর জমিনে-
পেটেজ্বালা নিয়ে তাই ভুখাও গুঙ্গিয়ে ওঠে
সাতমহাদেশ জুড়ে কলতান করে ওঠে ওরা-
জাতিহারা জাতিটার এই বুঝি জাতীয় সঙ্গীত।

লেডি জাস্টিস তবু নিথর দাঁড়িয়ে থাকে ঠায়-
কে জানে-বুঝিবা তারো কানে গোঁজা কোনো হেডফোন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.