নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই লোকটি আজকের বাংলাদেশকে একাত্তরের লজ্জা বলে ডেকেছিলো

অনুপম দেবাশীষ রায়

আমি অনুপম

অনুপম দেবাশীষ রায় › বিস্তারিত পোস্টঃ

আপনার সঙ্গিনীকে দিনে তিনবার বলুন-ভালোবাসি

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৬

আপনার সঙ্গিনীকে দিনে তিনবার বলুন-ভালোবাসি
সকালবেলায় ঘুম ভেঙ্গে খালিপেটে বলুন-তোমায় দেখতে দারুণ লাগছে
যদি সে মিঠে হেসে দেয়-দ্রুত তার হাসি খেয়ে নিন-
খেয়ে নিয়ে প্রথমবার বলুন,ভালোবাসি।
যদি সে আসক্ত চোখে তাকায়-আসক্ত চোখে তার দিকে তাকান
তারপর তার হাত ধরুন,চাইলে ধরতে পারেন আরওটা শরীর
তারপর বলুন-সত্যি বলছি-
তোমার মতন সুন্দর মানুষ আমি জীবনে দেখিনি।
এতো সুন্দর মানুষ কেমন করে হয়?
প্রশংসা শুনলে সব মেয়েই খুশি হয়।

মনে করে নিয়মিত আপনার সংঙ্গিনীর প্রশংসা করুন
যখনই সুযোগ পান-হাতছাড়া করা যাবে না।
রান্না করলে বলুন-তোমার হাত সোনা দিয়ে বাধিয়ে রাখা উচিত
কান্না করলে বলুন-এই,তোমাকে কাঁদলেও বড় সুন্দর লাগে
রাগ করলে বলুন-এই তোমার গাল যেন টকটকে লাল টমেটোর মতন।
এতো সুন্দর গাল আমি কখনও দেখিনি।
ইশ! তুমি বড্ড সুন্দর গো!
অন্য কোন প্রশংসা মাথায় না আসলে সুন্দর বলে কাজ চালিয়ে দিন-
সব মেয়েই রূপের প্রশংসা শুনতে পছন্দ করে।

যদি আপনাকে খুব কষ্টের কোন কথা বা খুব আনন্দের কোন কথা
বিপুল আগ্রহে হড়বড় করে বলতে থাকে-
তাহলে মনোযোগ দিয়ে শোনার ভান করুন।
খেই হারিয়ে ফেললে চোখের দিকে ঠায় তাকিয়ে থাকুন-
ধরে ফেললে বলবেন,তোমার চোখের মাঝে হারিয়ে গিয়েছি।
তুমি আমার একটা কথাও মনোযোগ দিয়ে শোননা-জাতীয় নালিশ এলে
গলাটা গভীর করুন-গভীর করে বলুন-এই শোনো-
আমি তোমাকে ভালোবাসি।

যদি সঙ্গিনীকে বিষণ্ণ মনে হয়-তাহলে পিছন থেকে তাকে জড়িয়ে ধরুন
জড়িয়ে ধরে কোন কবিতা বলে ফেলতে পারলে সবচেয়ে ভালো।
কবিতা নিজে লিখতে না পারলে মানুষের থেকে ধার করতে পারেন-
সবচেয়ে ভালো হয় কম পরিচিত কবির কবিতা পড়লে-
তাহলে আপনার কবিতাও মনে হতে পারে।
কবিতার সারমর্ম হতে হবে-প্রেমে ডুবু ডুবু।
জয় গোস্বামীর-পাগলী,তোমার সঙ্গে টাইপ।
তাতেও কাজ না হলে এবারে ঘরের বাইরে গিয়ে কিছু
শাড়ী,গয়না কিনে আনুন।
সব মেয়েই শাড়ি গয়না পছন্দ করে।
শাড়ি গয়না কিনে এনে সঙ্গীনির হাতে দিয়ে তাকে পরতে বলুন।
পরে আসলেই বলুন-তোমাকে তো ভয়াবহ সুন্দর লাগছে গো!
সব মেয়েই রূপের প্রশংসা শুনতে ভালোবাসে।
এইটুকুতে কাজ না হলে দেখিয়ে ঘর থেকে বের হয়ে যাবার চেষ্টা করতে পারেন।
বের হবার সময় পিছন ফিরে থেকে বলবেন-এই শোন-
আমি তোমাকে ভালোবাসি।

এরপর যদি আপনার সঙ্গিনী হাউমাউ করে কান্না শুরু করে-
তাকে জড়িয়ে ধরুন-বলুন,কাদছো কেন?
কি দেইনি তোমায়? সবতো করেছি হিসেবমতন।
কোনকিছুতে একটুও খামতি থাকতে দেইনি।
তবে তুমি কাদছো কেন?
সঙ্গিনী তখন হয়তো আকুল নয়নে বলবে-
একবার সত্যি করে বলো না,ভালোবাসি।

আপনি তখন চোয়াল শক্ত করে বলবেন-আজকে দিনে তিনবার বলে ফেলেছি-
ওভারডোজ ভালো নয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.