নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই লোকটি আজকের বাংলাদেশকে একাত্তরের লজ্জা বলে ডেকেছিলো

অনুপম দেবাশীষ রায়

আমি অনুপম

অনুপম দেবাশীষ রায় › বিস্তারিত পোস্টঃ

দিন ফুরালো এবার দেবো তোমার বুকে ঘুম

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪২

দিন ফুরালো এবার দেবো তোমার গালে চুম
দিন ফুরালো এবার দেবো তোমার বুকে ঘুম

এই আকাশটা তোমার নামে লেখা
তাইতো তোমার বুক জড়িয়ে তোমার আকাশ দেখা
ভাবছো তুমি আকাশ আঁধার নাকি-
দেখছো নাকি-আঁধার ভাঙ্গে এই দুই জোনাকি
আঁধার ছেঁড়া জোনাকঘেরা হলুদ বাতির নিচে
আমরা দুজন স্বপন দেখি কতই সুখে মিছে-
পকেট ফাকা,মগজ ফাঁকা,তোমার চোখে জল
দুঃখ কোথায় সেথায় দেখি সুখের ছলাচ্ছল
দিন ফুরালো ফিরবো ঘরে,বাস আসেনা তাই-
বাসের স্টপে তোমায় ঘিরে তোমায় পেতে চাই।
ভাবছি আমি,লিখছো তুমি বাতাস উড়ায় চুল
ও বিধাতা-করলে কেন এমন উগ্র ভুল!
আর কখনো নাই বা গেলাম তোমার রোদের বুকে
ঘুমিয়ে গেলাম দিনের শেষে দারুন উগ্র সুখ

দিন ফুরালো এবার দেবো তোমার গালে চুম
দিন ফুরালো এবার দেবো তোমার বুকে ঘুম
দিন ফুরালো এবার দেবো তোমার গালে চুম
দিন ফুরালো,ও বউ,দেবো তোমার বুকে ঘুম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.