নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই লোকটি আজকের বাংলাদেশকে একাত্তরের লজ্জা বলে ডেকেছিলো

অনুপম দেবাশীষ রায়

আমি অনুপম

অনুপম দেবাশীষ রায় › বিস্তারিত পোস্টঃ

যবন আমারে তুই মাল্লু বানায়ে ছেড়ে দিলি

২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৫

তিনেক সাগরপাড়ে আমি
কতনা কষ্টে আছি-কতোদিন তোরে দেখিনারে
দিনদিনে তরতর করে বাড়ি তুই আর আমি।
তোরও বুক ফোটে আর আমিও মরদ হয়ে যাই-
একদিন ছানাপোনা খাবে শুধু তোর বুক থেকে
কারো ঘরে আমি আর পাততে দেবোনা হাত হুম!
করবো ভীষণ খেতি-দাওয়াভরে এনে দেবো ধান
সেই ধানে ভাত হবে-ছানাপোনা হবে বলবান।
ততোদিন দূরে থাকি-বিরহে প্রেমের দাম বাড়ে।
কষ্টে আছিস বুঝি?তোর কথা বড় মনে পড়ে-
আর তো বছর দশ-
একটু সহ্য কর মা-
কসম রাখিনি কোন-আঙ্গুল দিয়ে দেখা দেখি
কসম করিসি যদি কসমের কথা সাচা হবে।
লাগলি পরান দেবো-দিছিলো একাত্তরে ওরা
লাগলি আমিও দেবো-একই খুন বহে ধমনীতে।

ভুলিনি ভুলিনি তোরে-জানা আছে তোর আরো বেশি
দূরে তুই রলি কই? আলিতো আমার সাথে চলি
কি ভাবিস? পড়েনা আমার চোখে কিছু
কি ভাবিস? বিরহে বেকুব হয়া গেছি?
চুরি করে পাশে রবি-টের আমি পাবোনা কিছুই?
বউয়ের শরীর ধরে ঠিক তুই পাশে পাশে রলি-
নাচের মুদ্রাজুড়ে তোরই রূপ আমারে চিনালি
যে শরীর লহরীতে মাটিতে স্বর্গ নামি আসে-
স্বর্গ নামালি ঘরে-
জিহবা লালসাভরা-বাঙ্গাল রসনা তোর হাতে
মেছো ভেতো করে এই জনমের বাসনা পুরালি।
এ দূর নরকের হাজার আগুন জুড়ে পুড়ে-
দিনশেষে ঘরে এসে বুকের আসনে বাধা মায়া
চিনেতো ফেলেছি তোরে-
আমার বধূর রূপ ধরে-
জাপটে আছিস ওরে হাড়াভাতে বঙ্গজননী-
দূরে তুই রলি কই? বউ সেজে পাশে পাশে আলি-
দূরে তুই রলি কই? বউ হয়ে জীবন দেখালি-

অনেক জানিছি ফেলে-পশ্চিমা বিদ্যের পাঠ
প্রতিমা মূর্তি ভাবি-ভেবে হাসি,কতো উপহাস!
মাটির দলারে ভাবে ভগবান-ভেবে মাথা ঠোকে
জড়তে জীবন দেখে-যতোসব অন্ধ লোকেরা-
আমিতো দেখিনা কিছু-
অন্ধ তাহলে বুঝি আমি?
বউ আমার চোখ খুলে দিলি তুই-তুই আমারে জীবন দেখালি
তোর চোখে কাশবন-অশ্রুতে পদ্মা যমুনা
তোর মাঝে দেশ আমার-এতোটা দেশের থেকে দূরে
দেশতো আসিনি ফেলে-দেশ আমায় ফেলতে দেবেনা
সঙ্গে এনেছি দেশ-তোর মাঝে দেশ যায় দেখা...
এবারে বুঝেছি আমি-প্রতিমাতে কেন মাথা ঠোকে-
প্রতিমাতে কিযে দেখে-আমি আজ দেখে ফেলেছিরে...

বিধর্মী দেবী তুই আমারে ধর্ম শিখালি
যবন আমারে তুই মাল্লু বানায়ে ছেড়ে দিলি...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৫

গেম চেঞ্জার বলেছেন: নজরুলের প্রভাব~ ভালো!

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১:৫৮

বাংলার ফেসবুক বলেছেন: ভাই যদি কমম করেই থাকেন তাহলে সেটা রক্ষা করেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.