নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই লোকটি আজকের বাংলাদেশকে একাত্তরের লজ্জা বলে ডেকেছিলো

অনুপম দেবাশীষ রায়

আমি অনুপম

অনুপম দেবাশীষ রায় › বিস্তারিত পোস্টঃ

লেখক পরিচিতি

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৫

আমার নাম অনুপম দেবাশীষ রায়। বয়স আঠারো চলমান।শরীরের জন্ম ১৯৯৭ সালের ১৪ মে।মনের জন্ম চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। এরপর পড়েছি রাজউক উত্তরা মডেল কলেজে।
বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে রাজনীতিবিদ্যার উপর স্নাতক করছি।
কলেজিয়েট স্কুলে পড়ার সময় থেকেই আমার মানুষজন নিয়ে কাজ করতে ভালো লাগতো। বন্ধুদের নিয়ে দল জুটিয়ে কাজ করতে করতে একসময় শুনলাম সেটাকে নাকি সংগঠন করা বলে। প্রথম করা সংগঠনের নাম পথিকৃৎ কলেজিয়েট-পাঁচ বছর ধরে সভাপতি ছিলাম। এরপর কাজ করেছি রাজউক কলেজ ডিবেট ক্লাবের হয়ে। সেখানেও সভাপতির দায়িত্ব পালন করেছি। দেশের ভাগ্যবঞ্চিত পথশিশুদের পড়ালেখা করানোর জন্যও আমি একটা সংগঠনের সাথে সাধারণ সম্পাদক হিসেবে কাজ করি-নাম ওদের জন্য ভালোবাসা(ওজভা)।
ইদানিংকালে দেশের শিক্ষাব্যবস্থাকে নিয়ে অনেকগুলো কাজ করার চেষ্টা করে যাচ্ছি। একটি শিক্ষা প্রতিষ্ঠানের মতন কিছু গড়ার স্বপ্ন নিয়ে-স্বপ্নের নাম অঋ শিক্ষালয়।
আমি এরকম, সবসময় কোন না কোন স্বপ্ন নিয়ে দৌড়াচ্ছি। যতক্ষণ ঘুমিয়ে স্বপ্ন দেখছি না,ততক্ষণ জেগে স্বপ্ন দেখছি। আর আমার লেখালেখিগুলো এই স্বপ্নের-দুঃস্বপ্নের হালখাতা। আমি সম্ভবত একমাত্র কবিরাজ মার্কা কবি। আমি সত্যি সত্যি স্বপ্নে পাওয়া গল্প আর কবিতার ফেরী করি। আমার কাছে পুরো জীবনটাই একটা চলমান স্বপ্ন। জীবনের মৃত্যু হয়-স্বপ্নের নাকি হয়না।
আমার প্রথম গল্পের বইয়ের নাম-সন্তান। প্রথম কবিতার বই-অপ্রাপ্তবয়স্কতা অর্থাৎ এই বইটি। এই বইটি একইসাথে আমার প্রথম বইমেলায় প্রকাশ হওয়া বই। তাই নিয়ে খুব উত্তেজনা কাজ করছে। কিন্তু দুঃখের বিষয় হলো-এই বই প্রকাশের সময় আমি বইমেলায় থাকতে পারবোনা। আমাকে আট হাজার মাইল দূরে বসে ভবিষ্যতের স্বপ্নের জন্য পড়াশোনা করতে হবে।
কাজেই যে-ই এই লেখাটি পড়ছেন-দয়া করে লেখার উপরে আমার ছবিটিকে একটু হুশ করে ঘুরিয়ে আশেপাশের সাধের দেশটা দেখিয়ে দেবেন। কতক সাগরপাড়ে আমি-কতোদিন তোরে দেখিনারে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.