নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই লোকটি আজকের বাংলাদেশকে একাত্তরের লজ্জা বলে ডেকেছিলো

অনুপম দেবাশীষ রায়

আমি অনুপম

অনুপম দেবাশীষ রায় › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলায় খবর দিসে

০২ রা জুলাই, ২০১৬ ভোর ৬:২৯

জয় বাংলায় খবর দিসে-দেশে কোন জঙ্গী নাই
অস্ত্র হাতে বিচ্ছিন্ন সব ওদের কোন সঙ্গী নাই
রাজনীতিতে ধর্ম টানে ওরা তো ভাই সন্ত্রাসী
ওরা তো না বাঙ্গালী ভাই ওরা তো চর বিদেশী।
অস্ত্র হাতে কাপুরুষের-আমরা বড় দেশপ্রেমী
বাংলাদেশের মাটির সাথে বাপের ভিটার আলকেমি।
আমরা দিমু মশাল মিছিল-রাজনীতিটা জঘন্য
আমরা হবো বুদ্ধিজীবি-আমরা হবো অনন্য।
জিরো টলারেন্স আমাগো মাইরা দিমু ক্রসফায়ার
মইরা গেলে চইলা যাবে বুকের যতো ভয় আমার।
জয় বাংলায় খবর দিসে-দেশে কোন আইএস নাই
এই জমিনে খাম্বা গাড়ার-তাদের কোন খায়েশ নাই
এই জমিনে মাফিয়া তো ছিলো একই এক আছে
ভোট না হইলে ক্ষতি কি ভাই-জোটে সবার ব্যাক আছে।
জোটের বাইরে আছে যারা-তারা সবাই সন্ত্রাসী
তাদের শক্তি পরাজিত-তাদের আদর্শ বাসী
রাস্তাঘাট আর ফ্লাইওভারে ঝকঝকা ভাই আমার দেশ
গণতন্ত্র কি প্রয়োজন-ভোটের এখন ডিমান্ড শেষ।
উন্নয়নের জোয়ারে তাই ভাইসা গেলো বাংলাদেশ
দিন গড়ায়ে মাস গড়ায়ে আদালতের বিচার শেষ।
সিএনএনে খবর দিসে-ব্যর্থ নাকি আমার দেশ
অস্ত্র হাতে যুবক হাটে-স্বাধীনতার মর্ম শেষ
গণতন্ত্র ফুরাইসে আর সেটার কোন দরকার নাই
সময় হইসে ডেমোক্রেসির-দেশের এখন ফ্রিডম চাই
ডেমোক্রেসির কাছে চাওয়া-গুল্লি নিয়ে আইলে পর
প্রথম গুল্লি করিস রে ভাই-এই আমার বুকের ওপর
যেইকয়টাদিন এই বাঙ্গালী গিলবো বিচ্ছিন্ন কথন
সেকয়টাদিন থাকবো জিয়ল জঙ্গীবাদের সমর্থন।
জঙ্গী তো নাই খেতখামারে জঙ্গী গজায় না গাছে
এই বাঙ্গালীর অলসতায় জঙ্গী লুকায়ে আছে।
আজকে হবে অভিযান আর যুবক মরবে কয়েকখান
জঙ্গী তবু মরবো নারে হইবো আবার তার উত্থান।
সেই কটাদিন ওয়েট করি-বিবৃতিও দিক সরকার
বিচ্ছিন্ন ঘটনা ছিলো-ভয় খাওনের কি দরকার?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ৮:৩৯

মানবী বলেছেন: আপনার ছড়া লেখার স্টাইল আর ছন্দের ব্যবহার চমৎকার!

যদিও কিছু বক্তব্যের সাথে সহমত নোই তারপরও ভালো লেগেছে পড়ে, ধন্যবাদ।


আমিও বিশ্বাস করি যে জঙ্গীদের কথা বলা হয় তাদের অস্তিত্ব বাংলাদেশে নেই। আছে কিছু পথভ্রষ্ট খুচরা সন্ত্রাসী।
কোন মুসলিমের পক্ষে পবিত্র রমজান মাসে এধরনের জঘন্য অপরাধ সম্ভব নয়, রমজান মুসলিমদের জন্য সংযমের পবিত্র মাস। শুধু পানাহার বর্জন নয়, নিজের সকল কুঅভ্যাস আর অন্যায় আচরন এমনকি ক্রোধ ক্ষোভের সংযমের মাস।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.