নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাক্তার সাব

ওদা ভাই

চেনা জানা দেখা মানুষ

ওদা ভাই › বিস্তারিত পোস্টঃ

ডাক্তার মানেই এলিট ক্লাস

২৫ শে মার্চ, ২০১৮ রাত ১:৪৪

"হাতে কাজ করায় অগৌরব নেই; অগৌরব হয় মিথ্যায়, মূর্খতায় আর নীচতায়।"
মাধ্যমিক স্কুলের বইয়ে পড়া এই লাইনগুলো কচি বয়সে মাথায় ঢুকে গিয়েছিল। তাই কাপড় কাচা থেকে শুরু করে রান্নাবান্না, সাইকেলের সারাই কি চেম্বারের টুকিটাকি যথাসম্ভব চেষ্টা করতাম নিজেই করতে। মধ্যবিত্তের পরিবারে কাজের বুয়ার উপর নির্ভর করাটাও সম্ভব ছিল না সবসময়। যাই হোক- সে প্রসঙ্গে পরে আসছি।
কয়েক সপ্তাহ CMC ঘুরে অনেক জিনিস দেখছি, শিখছি। এখানে প্রচুর বাঙালী আর বাংলাদেশী আসেন চিকিৎসা নিতে। বলা যায় এখানকার রোগীদের বড় একটা অংশ হল বাংলা ভাষাভাষী লোকজন। তার মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া রোগীর সংখ্যা নেহাত কম নয়।
তো বাংলাদেশ থেকে যাওয়া প্রায় সব রোগীর একটাই কমন অভিযোগ- আমাদের দেশের ডাক্তাররা একদম যা তা। তাদের দেমাগে মাটিতে পা পড়ে না। তারা ভালো করে রোগী দেখেন না, অযথা টেস্ট-ফেস্ট দিয়ে কমিশন খান, তারা একগাদা ঔষধ প্রেস্ক্রাইব করেন, তাদের দেয়া ঔষধে রোগী ভালো হয় না ইত্যাদি ইত্যাদি।
আর এজন্যেই তারা সবাই এখানে চলে আসেন। এখানকার ডাক্তাররা সবাই ভালো, তাদের ব্যবহার বন্ধুর মতো, তারা অল্প ঔষধ দেন, তাতেই সব ভালো হয়ে যায় ব্লা ব্লা ব্লা...
এবার আমি আমার কিছু পর্যবেক্ষণ এর কথা বলি। এখানে ডাক্তাররা একটা কেস ডায়াগনোসিস করতে প্রচুর সময় নেন। এবং সবচেয়ে বড় কথা- প্রচুর ইনভেস্টিগেশন (মানে টেস্ট-ফেস্ট) করানো হয়। প্রচুর মানে প্রচুর টাকারও। ছোটখাটো ইনফেকশন কেসেও কালচার/সেন্সিভিটি করানো হয় এবং সব এই হসপিটালেই। এতসব করার পর ঔষধ দেয়া হয়।
মজার ব্যাপার হচ্ছে, এ ব্যাপারে আবার বাঙালীর কোন অভিযোগ নেই। বাংলাদেশের ডাক্তার দু'টি টেস্ট দিয়েছে বলে যিনি ডাক্তারের চৌদ্দগুষ্টি উদ্ধার করে মুখে ফেনা তুলে ফেলছিলেন, তিনিও দেখি লাইন দাঁড়িয়ে দিনের পর দিন খালি টেস্ট ই করিয়ে যাচ্ছেন। আর মনে মনে বলছেন- আহা, এখানকার ডাক্তাররা কত ভালো! পরীক্ষা-নিরিক্ষা না করে ঔষধই দেন না।
যাই হোক, ভালো খারাপ মাপামাপি আমার বিষয় না। আমি দেখলাম- এখানে বাংলাদেশে করা কোন রিপোর্ট দেখা হয় না; মানে ডাক্তাররা ভরসা পান না। সেটাই স্বাভাবিক। যে দেশে ল্যাব টেকনোলজিস্টরা ডা: লিখে প্রাকটিস করার জন্য BMDC সনদ পাবার জন্য আন্দোলন করে, সে দেশের ল্যাব রিপোর্ট যে সারমেয় লেজমার্কা হবে তাতে কোন সন্দেহ নেই। সবাই ডাক্তার হতে গেলে ল্যাবে কাজ করবে কে? অথচ এখানে সব স্পেশালিটির আলাদা ল্যাব, আলাদা টেকনোলজিস্ট। তারা কেউ প্রেসক্রিপশন লিখতে চায় না, তারা জানে তাদের কাজটা আসলে কি।
আর একটা ব্যাপার খেয়াল করলাম- রেফারেল সিস্টেম। এখানে জেনারেল ওয়ার্ডে একজন সাধারণ MBBS/BDS ডাক্তার রোগী দেখেন এবং সময় নিয়েই দেখেন। তিনি যদি মনে করেন এই রোগীর একজন বিশেষজ্ঞ দেখানো প্রয়োজন এবং রোগীর পকেটে যদি টাকা থাকে কেবলমাত্র তবেই তিনি সিনিয়র ডাক্তারের প্রাইভেট এপয়েনমেন্ট পাবেন। আর আমাদের দেশে সামান্য সর্দি-জ্বরেও প্রফেসর না দেখালে হয় না। সামান্য MBBS দেখাবো?!!! রাম রাম- এ যে ভাবাও পাপ!
ফলশ্রুতিতে রোগীর চাপ বাড়ে প্রফেসর লেভেলে আর ছোট ডাক্তাররা বসে বসে মাছি মারেন। আর যখন প্রফেসর দুই মিনিটও সময় দেন না তখন শুরু হয় দেশি ডাক্তারের চৌদ্দগুষ্টি উদ্ধার অভিযান।
যাক সে কথা, শুরুর কথায় ফিরে আসি। এখানকার প্রায় সব ডাক্তারদের ব্যবহার আসলেই ভালো। খুব আন্তরিক, আর কেয়ারিং। অনেকক্ষেত্রে দেখেছি ডাক্তাররা স্ট্রেচার ঠেলে নিয়ে যাচ্ছেন রোগী, নার্স কিংবা স্টাফকে দিচ্ছেন না। সকালবেলা যে অধরা ডাক্তারকে পাবার জন্য OPD তে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, সন্ধ্যার পর সেই ডাক্তারই রোগীর কাঁধে হাত দিয়ে হাঁটছেন, একসাথে বাজার করছেন, সেই বাজার সাইকেলে বেঁধে বাড়ি যাচ্ছেন। স্বভাবতই এসব দেখে বাঙ্গালী অভিভূত, মুগ্ধ। একজনের ভাষায়- "এখানকার ডাক্তাররা একদম মাটির মানুষ, আমাদের দেশের ডাক্তারদের মত না। তারা রোগীর সাথে মিশেন, কথা বলেন, নিজের কাজ নিজেই করেন। তার উপর কাজ শেষে সাইকেলে বাড়ি ফেরেন, ভাবা যায়!!!" আর আমাদের দেশের ডাক্তাররা দেমাগী, তাদের দেখাই পাওয়া যায় না, তারা সবার সাথে কথা বলেন না, গাড়ি ছাড়া তাদের চলেই না আরো কত কি!
ছোট একটা অভিজ্ঞতা শেয়ার করি-
চেম্বার দেয়ার সময় আমার প্রচুর খাটতে হয়েছিল। একে তো স্পেস রেডি করা তার উপর ইলেক্ট্রিক লাইন ঠিক করা, ইউনিট বসানো, ইনস্ট্রুমেন্টস রেডি করা এসব তো ছিলই। নিজের লোক বলতে প্রায় কেউ ছিল না তাই সব কাজের তদারকি আমাকেই করতে হত। আর সেটা করতে গিয়ে অনেক কাজ নিজেকেই করতে হয়েছে। তখন যারা আমাকে দেখেছে কাজ করতে- তারা বিশ্বাসই করতে পারছিল না যে ডাক্তার আমিই। মুখে তাচ্ছিলের হাসি নিয়ে বলেছিল- "ইবা বলে ডাক্তার!" আশেপাশের মানুষের সাথে সাধারণভাবে মিশাও যে অসম্মানের কাজ- সেদিন বুঝেছিলাম। এদের কাছে ভালো বড় ডাক্তার মানেই এলিট ক্লাসের ধরাছোঁয়ার বাইরের লোক।
আর একদিনের ঘটনা- আমি সাইকেল নিয়ে চেম্বারে গিয়েছি। লক করছি এমন সময় পাশে অপেক্ষারত এক মহিলার কথা কানে এলো। ফার্মেসির ছেলেটা বলছিলো- ডাক্তার এসে গিয়েছেন। মহিলার শ্লেষাত্মক উত্তর- "ডাক্তর এনে আইবনা ওবা, ডাক্তর আইবদে কারত গড়ি (ডাক্তার কি এভাবে আসবে, ডাক্তার আসবে কারে চেপে)"
অথচ এরাই বিদেশী ডাক্তারদের সহজ সাধারণ রূপ দেখে হাঁ করে তাকিয়ে থাকে আর দেশের ডাক্তারদের সুবচন দেয়!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ২:২১

রোদ্দূর মিছিল বলেছেন: ভালো লিখেছেন। শুভেচ্ছা জানবেন।

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৫

ওদা ভাই বলেছেন: ধন্যবাদ

২| ২৫ শে মার্চ, ২০১৮ ভোর ৬:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর লিখেছেন। আমাদের দেশের হীনমন্যতা আছে অনেকের মাঝে। তবে আমাদের ডাক্তারদের মাত্র কয়েকজনের আচরণেই তেনারা সিদ্ধান্ত নিয়ে বসে আছেন, দেশের ডাক্তার রা ভালো নয়। তবে পরিস্থিতি খারাপ করেছেন আসলে কিছু ডাক্তার ও ল্যাব ব্যবসায়ীরা মিলে। আরেকটা কথা, দেশের জনসংখ্যা এত বেশী যে, ভালোর সংখ্যা চোখে পড়ে না খারাপের ভীড়ে...

২৬ শে মার্চ, ২০১৮ রাত ১:০১

ওদা ভাই বলেছেন: সেটাই। ধন্যবাদ।

৩| ২৫ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৪৭

আকিব হাসান জাভেদ বলেছেন: ডাক্তার মানি কসাই এ শব্দটার সাথে ডাক্তার মানি এলিট ক্লাস। ছোট কালে জ্বর হওয়াতে তারু ডাক্তার এসেছেন দেখতে । দেখতে এসে কপালে হাত দিয়ে ভালো আছো বাবু তোমার তো দেখি কিছুই হয় নি । কিসের জ্বর । উঠে হাটো খেলাধুলা করো । আর আমি ঠিকই খেলেছি সেদিন। জ্বর সত্যিই চলে গেছে। আর এখন আমার ভিষন ভয় হয় ডাক্তার দের, মনে হয় এই বলে ফেললো আপনি আর জিবনে খেলতে পারবেন না। বাংলাদেশের ডাক্তার দের ভাবটার কথা তো না বললে না হয় । তারপরে ও কিছু লোক এখনো ভালো আছে আপনার মতো।

৪| ২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১২

মোগল সম্রাট বলেছেন: আমাদের ডাক্তাররা আমাদের খদ্দের হিসাবে দেখে, আমাদের গিনিপিগ মনেকরে।রোগী এদের কাছে মূখ্য নয়। গরিব মানুষদের চিকিৎসা দেবার জন্য তারা গ্রামে যেতে চান না। বেশি লাভের আশায় শহরে থাকেন। কে কত টাকা উপার্জন করতে পারবেন শর্ট টাইমে সেই প্রতিযোগিতাতে বর্তমানের ডাক্তাররা মেতে উঠেছেন। দিনকে দিন ডাক্তারদের চেহারা রাক্ষসদের মতো হয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.