নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এমন একটা ছেলে যে কিনাসহজ, সরল ও স্বচ্ছ এক্কেবারেমিনারেল ওয়াটারের মত, যদিআপনি ঠিকমত বুঝতে পারেন ।

মিনারেল প্যারাফিন

মিনারেল প্যারাফিন › বিস্তারিত পোস্টঃ

““ ইচ্ছে ... ””

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৯


একবার ইচ্ছে হয়
ভালোবেসে ছুঁয়ে ফেলি
তোমার স্নিগ্ধ আকাশ,
সব নীল নেই গতরে মেখে সযতনে।
তোমার আকাশের
তারাগুলো সাজিয়ে
গেঁথে ফেলি জ্বলজ্বলে নয়নাভিরাম
একটি মালা;
চাঁদটিকে তুলে নেই বুক পকেটে,
যেন সারাক্ষণ স্পন্দন শুনতে পাই
ভালোবাসি, ভালোবাসি,
ভালোবাসি।
ইচ্ছে হয় তোমার মেঘের নদীতে
আমার ভালোবাসার
সাম্পানখানি ভাসাই,
জমে থাকা টুকরো টুকরো শিলাগুলো
তুলে নেই দুহাতে;
অহর্নিশ শীতলতা ছুঁয়ে থাকি।
একবার সত্যি সত্যি ইচ্ছে হয়
ভালোবেসে ছুঁয়ে ফেলি তোমার
নীল আকাশ
ছুঁয়ে ফেলি চাঁদ, তারা, তোমার
দীর্ঘশ্বাস।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

আমি মিন্টু বলেছেন: বাহ বাহ রে কি অসাধারণ লিখছেনরে ভাই দারুন হইছে :)

২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮

মিনারেল প্যারাফিন বলেছেন: ধন্যবাদ । :)

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

আমি মিন্টু বলেছেন: গেম চেঞ্জার ভাইয়ের এই পোস্টটি একবার পড়ে দেখুন ।
ব্লগের ক্ষেত্রে অনেক কাজে লাগবে ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৪

সুলতানা রহমান বলেছেন: পড়ে ভাল্লাগছে+

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

আমি মিন্টু বলেছেন: দুঃখীত লিঙ্কটি দিতে ভুলে গেছিলাম

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪০

কল্লোল পথিক বলেছেন: ভাল হয়েছে

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

এমডি রুবেল তালুকদার বলেছেন: ভাল হয়েছে

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

মিনারেল প্যারাফিন বলেছেন: ধন্যবাদ ।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৩

মিনারেল প্যারাফিন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.