![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
ইশারায় শিস দাও
আনোয়ার কামাল
কাছে গেলে কেন দূরে সরে যাও
দূরে এলে ইশারায় তবু শিস দাও
কাছে গেলে ছায়া দেখে ভয় পাও
দূরে এলে বুকে টেনে নিতে চাও।
মাঝে মাঝে তবু ফোন দাও
মাঝে মাঝে দূরে সরে যাও
আমি বলি বুকে তুলে নাও
অজানা কিসে তুমি ভয় পাও।
এই আছো এই তুমি নেই
হারিয়ে ফেল শুধু খেই
সামনে দাঁড়াই আমি যেই
মনে হয় তুমি আর নেই৷
©somewhere in net ltd.