নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার কামাল

আনোয়ার কামাল

আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।

আনোয়ার কামাল › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

আকাশে বাতাসে এখন

আনোয়ার কামাল



প্রতিদিন বাসের চাকা পিষে ফেলছে মানুষ

কালো পিচঢালা পথ উষ্ণ রক্তে লাল টকটকে হয়ে যাচ্ছে

খাদ্যে বিষ ! ফরমালিনে কুঁরে কুঁরে খাচ্ছে

বাতাসে কালো ধোঁয়া সিসের প্রলেপ লেপ্টে আছে

দেহেতে বসতি গেড়েছে ক্ষয় রোগ।



ঢাকার ফল, মাছে, নয় এখন হোটেলের ভাতে

মাছের বদলে বরফে ফরমালিন ফুটপাতে

আমরা তা দেদারসে সরবত বানিয়ে আর

দামি রেস্তোরায় ফালুদা বানিয়ে খাচ্ছি।



আকাশে এখন ঈগল নখর মেলে

ভেসে বেড়াচ্ছে, কখন যেন থাবা দেয়

হৃদয়ের টুকরো নাড়ি ছেড়া সোনার ধনকে

গ্রাস করে। সুন্দরের বিশাল বনরাজি নিভৃতে কাঁদে

সমুদ্রের গর্জন আরো বেড়ে যায়

প্রতিবাদী হয়ে ওঠে মৎস্যকুল।



কি সুন্দর অন্ধকার আমাদের সুনীল স্বপ্নকে

কালো অমানিশায় ছেয়ে দেয়

জীবনের অনেক চাওয়া পাওয়া রুদ্ধ হয়ে যায়।

তবে কী আমরা অমানুষ হয়ে যাচ্ছি প্রতিদিন?



তারপরেও কিছু মানুষ প্রতিবাদ করে গর্জে ওঠে

চেতনায় শাণিত হয় আরো কিছু মানুষ

মানুষে মানুষ একাকার হয়, কণ্ঠ কণ্ঠে মিলে যায়

সুন্দরী, গেওরা, ধন্দুল, মেহগনি, দেবদারু, গোলপাতা

ঝাঁ ঝাঁ করে প্রতিবাদে গর্জে ওঠে আর আমাদের

প্রতিবাদী করে তোলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.