![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
আমি ক্রিকেট খেলা তেমন বুঝি না। বাংলাদেশ খেলে। বাংলার দামাল ছেলেরা খেলে, তাই কাজ ফেলে চোখ মেলে টিভির পর্দায় দুই চোখে তাকিয়ে থাকি। কখনো বাসে যাওয়ার সময় দেখি ছেলেরা মোবাইলে জ্যাক লাগিয়ে কান পেতে শুনছে। কেউবা মোবাইলের স্পিকার অন করে নিজে শুনছে, আর পাশের সবাইকে শুনাচ্ছে। তখন কী যে ভালো লাগে তা বুঝিয়ে শেষ করতে পারবো না। আমার মোবাইলে রেডিও নেই, তাই বাসের মধ্যে অন্যের মোবাইলের ধারা ভাষ্য কান পেতে শুনি আর মাঝে মাঝে ওদের কাছ থেকে জেনে নেই। নিজের মধ্যেই দ্রুত অফিস থেকে বাসায় ফেরার তাগিদ অনুভব করি। বাস থেকে নেমেই দেখি রাস্তায় মানুষ টিভির সামনে যেন হুমড়ি খেয়ে পড়ছে। অনেক রিক্সা চালক তার রিক্সা চালানো বাদ দিয়ে খেলা দেখে। এর কারণটা কী? কারণ একটাই। আমার দেশ আমার পতাকা পত পত করে উড়ছে। তাকে সম্মান করেই মানুষজন খেলা দেখে থাকে। আমার ধারণা এসব পথের দর্শকদের অনেকেই আমার মতই খেলা বোঝে না। তবুও তারা খেলা দেখে থাকে আনন্দ পাওয়ার জন্য। কিন্তু যখন দেখি টাইগাররা অকাতরে নিজেদের বিলিয়ে দিচ্ছে। দর্শকদের ন্যুনতম চাহিদাও পূরণ করতে সমক্ষ হচ্ছে না তখন ভীষণ কষ্ট লাগে। বুক ভেঙ্গে যায়। তার পরেও আশায় বুক বাঁধি। আবার জেগে ওঠার আকাঙ্খায়। আবার গর্জে ওঠার প্রতীক্ষায়। হতাশা ঝেড়ে ফেলে গর্জে ওঠো বাংলাদেশ।
©somewhere in net ltd.