![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
শব্দেরা ঝরে পড়ে
আনোয়ার কামাল
কবিতার বিমূর্ত অক্ষরগুলো শব্দের ঝরাপাতা হয়ে
বসন্তের দোরগোড়ায় ঝরে পড়ে।
প্রকৃতি খোলস পাল্টে নিদারুণ ব্যর্থতায় হাহাকার করে।
জেগে ওঠে পাখির কলতান, জেগে ওঠে প্রাণহীন গাছ
মাছেরা বেড়াতে আসে গেরস্থের বাড়িতে।
নারীর শরীরের ভাঁজে ভাঁজে অন্য রকম আচ্ছাদন
ভেসে আসে ফুলেল সম্ভাসনে।
রাতের আকাশ থেকে ছুঁড়ে ফেলা একমুঠো জ্যোৎস্না
কার্নিশ ছুঁয়ে জানালার কাঁচের দেয়াল ভেদ করে
তোমার কামার্ত শরীরের ভাঁজে ভাঁজে আন্দোলিত করে।
আমি তোমার নগ্নময় কবোষ্ণ শরীরের প্রতিটি লোমকূপে
হাতের ছোঁয়ায় সুড়সুড়ি দেই, মিশে যাই সাগর সঙ্গমে।
©somewhere in net ltd.