![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
অন্য এক বসন্তে
আনোয়ার কামাল
পরিযায়ী পাখিরা ফিরে যার নিজ নিজ ডেরায়
ঘুমন্ত গাছেরা নিদ্রা ভুলে গা ঝাড়া দিয়ে জেগে ওঠে
হামাগুড়ি দিয়ে শীর্ণ দেহ পল্লবে জাগে উতাল হাওয়া
মেলে দেয় জীবনের নতুন কোন উপাখ্যান
হাহাকার আর কান্নায় নদীর জলেরা ডুব সাঁতার কাটে
ন্যাংটা ছেলেরা ধূলিঝড়ে উড়ে যায় সোনালী মৃত্তিকায়
শরীরে ধেয়ে আসে বসন্ত বাতাস। উতাল করা হৃদয়ের
পুষ্পরাজী জেগে ওঠে; ধেয়ে যায় অন্য কোন খানে
অন্য কোন প্রান্তে
অন্য এক বসন্তে।
©somewhere in net ltd.