![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
লাল পতাকার মিছিলে
আনোয়ার কামাল
রোজ পড়ন্ত বিকেলে রাজপথের একরাশ যানজট ঠেলে
ধোঁয়া উড়ানো বাসের, অগুনতি রিক্সা আর এলোমেলো বাইকের
মাঝ দিয়ে সর্পিল গতিতে রাস্তা পার হতে হয়।
কখনোবা বাইকগুলো অবলিলায় পায়ের উপর তুলে দেয়
সরি বলে অবশ্য, তা যেন অগত্যা বাধ্য হয়ে আমিও নিরুপায়
পেছন ফিরে বিরক্তিভাব করে আবার সামনে এগুই।
ঘরমুখো মানুষের মিছিল ঠেলে বাসে উঠতে হয়
এর চেয়ে কোন যুদ্ধ জয়ও বুঝি সহজ।
আমি সহজিয়া লোক, সহজেরে ভালোবাসি
তাইতো যুদ্ধে নেমে পড়ি। যুদ্ধ আমাকে তাড়া দেয়
এই যুদ্ধের অমিত তাগিদ আমাকে তাড়িত করে
আমি লাল পতাকা হাতে
সেই শ্রমিকের মিছিলে সামিল হই।
নিজের অজান্তেই স্লোগান তুলি
দুনিয়ার মজদুর এক হও
তুমি কে আমি কে বাঙালি বাঙালি
তুমি কে আমি কে আদিবাসী বাঙালি।
©somewhere in net ltd.