নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনোয়ার কামাল

আনোয়ার কামাল

আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।

আনোয়ার কামাল › বিস্তারিত পোস্টঃ

নবপ্রাণের উচ্ছ্বাস

১০ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮

তোমার আগমনে পলাশ-শিমুল শুকিয়ে নেতিয়ে পড়ে

চারদিক খাঁ খাঁ করে দাপিয়ে বেড়ায় লেলিহান শিখা

কোকিল তার বিরহিনী প্রিয়াকে ডেকে মাতোয়ারা করে দেয়।

নিকুঞ্জকাননে কাকের নীড় খুঁজে ফেরে প্রসূতি কোকিলা।



এক ফোটা পানির জন্য নগরবাসির নিদারুন হাহাকার করতে হয়।

তৃণেরা রোদে পুড়ে তামাটে বর্ণ ধারণ করে

গবাদি পশুরা অভুক্ত থাকে, হাপিত্যেশ করে আদম সন্তান।



প্রকৃতি রুদ্রমূর্তি ধারণ করে, নতুন করে জানান দেয়

নব আগমনী বার্তা, ঈশাণ কোণে ঝলসে ওঠে আলোর ঝিলিক

ফ্যাকাসে হয়ে আসে পূর্ব কোণ ঘোর অমানিশায়।



তবুও মন-প্রাণ অপেক্ষা করে, প্রাণে প্রাণ আনন্দে মাতোয়ারা হয়

নবপ্রাণে উচ্ছ্বাস অঙ্কুরিত হয়। নতুনের কেতন ওড়ানোর তাগিদে

জেগে ওঠে প্রাণ, বেজে ওঠে ঢাক-ঠোল, বটতলায় জমে ওঠে মেলা

নগর জীবনে মেলা বসে, পান্তা ইলিশ খাই রঙিন শাড়ি ও চুড়ি পরে

রমনীরা সুরের মূর্ছনায় ভেসে বেড়ায়; গ্রামে কৃষাণ-কৃষাণীর হৃদয় দোল খায়।



হে বৈশাখ তোমার আগমনে চাতক পাখির মত চেয়ে থাকি গগনাঙ্গনে

তোমার আগমন শুভ বার্তার আধার হয়ে ফিরে আসুক প্রতিটি হৃদয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.