![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
যদি ভালোবাসা শিখতে চাও
কাউকে ভালোবাসতে চাও
তবে পাহাড়ের কাছে চলে যাও----
দেখবে পাহাড় কত উদার
পাহাড় তার বুক চিরে আপন জমিনে
জন্ম দিয়েছে অজস্র বনরাজির
জন্ম দিয়েছে সবুজ অরণ্যে ঘেরা ভালোবাসার বিস্তীর্ণ প্রান্তর
যদি ভালোবাসা শিখতে চাও
কাউকে ভালোবাসতে চাও
তবে সমুদ্ররে কাছে চলে যাও
দেখবে সমুদ্র আরো বেশি উদার
তার সমগ্র উঠোন জুড়ে চষে বেড়াচ্ছে মানুষ ও মাছেরা অবাধে।
সমুদ্র তার বুকে আগলে রেখেছে লক্ষ কোটি মাছের
বংশধরকে; আপন সন্তান মনে কর।
সমুদ্রের কোন কৃপণতা নেই
পাহাড়ের কোন কৃপণতা নেই
গাছের কোন অহঙ্কার নেই
মাছের কোন কলহ নেই।
সমুদ্রের কোন অহঙ্কার নেই
পাহাড়ের কোন অহঙ্কার নেই
সমুদ্র এবং পাহাড়ের ভালোবাসার কোন অন্ত নেই।
হিরণ্ময় পঙ্ক্তির জন্মের মত
আমি সমুদ্রের কাছে যেতে চাই
পাহাড়ের কাছে যেতে চাই
ভালোবাসার কাছে যেতে চাই
পাহাড়ের পবত্রিতার র্স্পশ পেতে চাই
সমুদ্রের আলঙ্গিনে পরাজতি হতে চাই
আমি তাদের কাছে ভালোবাসার বীজমন্ত্র পেতে চাই।
©somewhere in net ltd.