![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
ছোট ছোট কষ্ট কখনো অনকে বড় কষ্টের জন্ম দেয়
ছোট কষ্টগুলো ধীরে ধীরে বড় হয়ে আকাশ ছুঁই ছুঁই করে
কষ্টেরা আবার ছোট, বড়, মেজ, সেজ সবই আছে ক্রম অনুসারে
ছোট কষ্টেরা অনেক বড় হয়, আকাশের মেঘ ফুড়ে তারার কাছে চলে যায়
তাদের মেজ কষ্ট অযত্নে অবহেলায় সমাজের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে না পেরে
একদিন সব কষ্টকে পরম শান্তি দিয়ে না ফেরার দেশে চলে যায়।
অন্য কষ্টেরা সুখে থাকে
তবে কী তাদের কষ্টের কমতি হয়
কষ্টগুলো বাড়তে থাকে পাহাড় নয়, র্পবত সমান।
এটা কী তবে সুখের কষ্ট?
সুখেরও আবার কষ্ট আছে! সেটা সুখের কষ্ট।
দুখের যেমন কষ্ট আছে; তেম্নি সুখেরও কষ্ট আছে।
আছে, কষ্ট আছে, সুখের কষ্টগুলো সুখের লালিত্যে লুকিয়ে থাকে।
দুখের কষ্টগুলো দুখের ভাঙ্গা খিড়কি দিয়ে উদোম হয়ে যায়।
তাদের উদোম শরীর কেবল উপহাসই করে অবলীলায়।
©somewhere in net ltd.