![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
এই সেদিন তোমায় ছুয়ে এলাম তবু মনে হয়
যেন জনম জনম ধরে তোমায় দেখিনা
তোমার আঁচল আমার মুখের মলিনতা মুছে দেয়
তোমার মুখের হাসি আমার সব বেদনা শ্রাবণের
বর্ষণের জলের ধারার মত ধুয়ে নিয়ে যায়।
এই সেদিন হঠাৎ করে তোমায় ফেলে এসে
পেটের দায়ে ইট পাথরের এই নগরে ঠাঁই নিলাম
সেদিন চলে আমার সময় তোমার মুখের দিকে
আমি তাকাতে পারিনি, চোখে চোখ রাখতে পারিনি।
সেদিন সারা পথ আমি পেছন ফিরে তাকিয়ে শুধু
তোমারই মুখচ্ছবি দেখেছি আর চোখের পাতা ভিজে
নরম হয়েছে কেবলই।
আমার প্রতিটি মূহুর্ত কাটে তোমার স্নেহের মমতায়
প্রতিটি সময় আমি জ্বলে উঠি তোমার শুভকামনায়।
১২ ই মে, ২০১৪ সকাল ১০:০৪
আনোয়ার কামাল বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ১১ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৩
এহসান সাবির বলেছেন: বিশ্বের সকল মায়ের প্রতি শ্রদ্ধা।
১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:২১
আনোয়ার কামাল বলেছেন: আসলেই তাই। বিশ্বের সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানাই।
৩| ১২ ই মে, ২০১৪ সকাল ৯:৫২
জি এম সরওয়ার জাহান বলেছেন: আমরা কাগজে কলমে যা লিখি , আমার আমিকেও বলছি আমি , সত্যিই কি মাকে আমরা অতটা ভাল বাসি ! কথাটা অন্য ভাবে নিওনা প্লিজ ।
১২ ই মে, ২০১৪ সকাল ১০:০৬
আনোয়ার কামাল বলেছেন: সত্য সবসময় সুন্দর ও অপ্রিয় হয়। এটা আবার সবাই হজম করতে পারেনা।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৫
অন্ধবিন্দু বলেছেন:
আমার প্রতিটি মূহুর্ত কাটে তোমার স্নেহের মমতায়
প্রতিটি সময় আমি জ্বলে উঠি তোমার তোমার শুভকামনায়।
মা ভালো থাকুক।
সুন্দর কবিতা, কামাল।
শুভ কামনা