![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
তুমি এখোন হৃদরোগী হয়ে কাতর
যন্ত্রতাড়িত বিছানায় শয্যা নিয়েছ
অসংখ্য বৈদ্যুতিক ক্যাবল ঝুলে আছে
আর আমি একঠায় দাঁড়িয়ে আছি করিডোরে
হাতে মোবাইল অনবরত রিংটোন বাজলেও
তা শুনতে পাচ্ছি না।
জানালার পাশ গলে বোশেখের বিকেলী রোদ
বিনা পয়সায় ফেরি করছে তোমার গ্রীবা, ঠোট,
এলোমেলো কেশ আর বুকের উপরে
বৈদ্যুতিক পাখার শীতল বাতাস
বিকেলের তপ্ত হাওয়ার কিছুই নোয়াতে পারেনা
কেবলমাত্র নিষ্ফল আবেদন বিলি করে।
তুমি অজানা শঙ্কায় অপলক চেয়ে আছো
আর আমি তোমার রোগ মুক্তির প্রহর গুনছি
এ যেন অনাদিকালের যাত্রা। আর আমি একমাত্র
পথভ্রষ্ট নাবিক ধ্রুবতারার দিকে চেয়ে আছি।
সার্জিক্যাল কাঁচি ব্যবচ্ছেদ করছে তোমার তুলতুলে
নরম শরীর, শিরা, উপশিরা, হৃদপিণ্ড
সুঁই সুতো যাচ্ছেতাই প্রেমের গাঁথুনি বুনে চলে।
ক্যামেরা তোমার হৃদপিণ্ডে টপাটপ বার কয়েক
নগ্ন চুমু দিয়ে ফিরে আসে।
যেখানে আমার পৌঁছানো সাধ্যের অতীত।
১২ ই জুন, ২০১৪ সকাল ১১:১৩
আনোয়ার কামাল বলেছেন: লেখাটি আপনার হৃদয় স্পশ করেছে দেখে ভালো লাগলো। ধন্যবাদ।
২| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৫২
আনোয়ার কামাল বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
""তবু সব অসাধ্যকে আমি আধুনিক লেজার চিকিৎসায় সাধ্য করে দিয়ে তোমার হতে চাই। "" আরো সুন্দর।
৩| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:২১
রায়ান ঋদ্ধ বলেছেন: মনটা একটু খারাপই হয়ে গেলো।
১৯ শে মে, ২০১৪ দুপুর ১২:৪৫
আনোয়ার কামাল বলেছেন: তবে হ্যা তিনি হৃদরোগী হননি। তার হয়েছে অন্য ব্যামো। এখন সুস্থ।
৪| ১৯ শে মে, ২০১৪ রাত ৯:২১
রায়ান ঋদ্ধ বলেছেন: আলহামদুলিল্লাহ।
১২ ই জুন, ২০১৪ সকাল ১১:১৪
আনোয়ার কামাল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৭
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: আহা !!! কি কবিতা লিখেছেন, মনে হলো সদ্য কোন মেডিকেল কলেজ হতে হৃদয়ের ব্যবচ্ছেদ করিয়ে আনলাম। তবু সব অসাধ্যকে আমি আধুনিক লেজার চিকিৎসায় সাধ্য করে দিয়ে তোমার হতে চাই।