![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
রাজনীতিতে নেতারা যে যার মত করে বলেন, মনে হয় তারা কোন কিছুই ভেবে বলেন না। ভেবে বললে আমজনতার কাছে ধরা খেতেন না। কত বিচিত্র কথা বলেন। জনগণ তাদের এ ধরনের কথায় কেবল হাসেন। সিরিয়াস বিষয় নিয়েও তারা হাস্য রসের তামাশা করেন। চেতনা এবং বোধ ভোতা না হলে এ ধরনের কথা বলতে পারেনা। যাদের আমরা পদাঙ্ক আনুসরণ করি, তাদেরই যদি এ ধরনের বিভ্রাট ঘটে, তবে জাতি যাবে কার কাছে! সবকিছুতেই যেন রাজনীতি পেয়ে বসে আমাদের। সবকিছুর মধ্যেই দলীয় চিন্তা চেতনা ভেসে বেড়ায়। এ থেকে বেরুনোর কী কোন উপায় আছে?
©somewhere in net ltd.