![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
এইতো আমি এখানে, একটু হাত বাড়াও মেঘ কন্যারা
আমাকে আদর করছে, তাদের সফেদ বিছানায়
আমার স্পর্শ অনুভব করবে হাত বাড়ালেই।
জীবনের সীমানা পেরিয়ে অবেলায়
মেঘের ভেলায় ভেসে ভেসে আমাকে দেখছো।
যতটা পথ অতিক্রম করলে আমাকে ছুঁতে পাবে;
ততটা পথ তুমি পাড়ি দিতে পারোনি।
অসীম সীমার মাঝে মেঘের লুকোচুরি।
মেঘে মেঘে ঘর্ষণ হঠাৎ বিজলী হয়ে জ্বলে ওঠা।
আষাঢ়ে বাদল দিনে বিমর্ষ সকাল;
কাক ভিজা জবুথবু বেসামাল ওড়না।
নগ্ন হাওয়া এলোকেশে চুম্বন একে দেয় খেয়ালী দুপুর।
কৈ, টেংরা হেঁটে বেড়ায় আগাছায় ভরা উঠোনে।
ঝরণার অব্যক্ত কান্নায় ইলিশ নেমে আসে প্রবল বর্ষণে।
নিড়ানো হয়নি আজো বিস্তৃত উদোম জমিন
তোমার ক্লান্ত দেহ ন্যুয়ে পড়ে ঘুমহীন বৃষ্টিস্নাত রাতে
মেঘেরা ডুবসাঁতার কাটে জ্যোৎস্নাময় অমাবস্যা পূর্ণিমায় ।
২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩০
আনোয়ার কামাল বলেছেন: আপনাদের প্রেরণা অনুপ্রাণিত করছে। মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ।
২| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর কবিতা
২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৮
আনোয়ার কামাল বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৩| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: নগ্ন হাওয়া এলোকেশে চুম্বন একে দেয় খেয়ালী দুপুর।
কৈ, টেংরা হেঁটে বেড়ায় আগাছায় ভরা উঠোনে।
ঝরণার অব্যক্ত কান্নায় ইলিশ নেমে আসে প্রবল বর্ষণে।
নিড়ানো হয়নি আজো বিস্তৃত উদোম জমিন
ভিন্নরকম ভাললাগা।
২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৩১
আনোয়ার কামাল বলেছেন: সেলিম ভাই আপনিও সুন্দর লেখেন। আপনার লেখা পড়ি। অনেক ভালো লাগে। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
৪| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৬
এহসান সাবির বলেছেন: দারুন।
২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৮
আনোয়ার কামাল বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৫| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১:১৯
অর্বাচীন পথিক বলেছেন: সুন্দর কবিতা,
অনেক মাছ পছন্দ না কি ???
২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৮
আনোয়ার কামাল বলেছেন: মাছে ভাতে বাঙালি বলে কথা। মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৬| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫৫
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল ।পোস্টে + ।
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩২
আনোয়ার কামাল বলেছেন: ধন্যবাদ আপনাকে। লেখাটি ভালো লাগার জন্য। লেখার সমালোচনা পেলে উপকৃত হবো।
৭| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৩
খোরশেদ খোকন বলেছেন: "উদোম জমিনে অনুভবে তুমি"
সুন্দর লেখা....
ভাললাগা জানবেন....
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২১
আনোয়ার কামাল বলেছেন: ধন্যবাদ আপনাকে। লেখাটি ভালো লাগার জন্য। আপনাদের অনুভূতি আমাকে প্রাণিত করে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ সুন্দর একটি কবিতা ------ আরো লিখুন দুহাত খুলে