![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
সেদিন পূর্ণিমা রাত ছিল-
রামুতে বর্বরোচিতভাবে বুদ্ধের অস্থি ধাতুসহ
অসংখ্য দুর্লভ নিদর্শন পুড়িয়ে ছাই করা হলো।
রামুর মানুষ ইতোপূর্বে কোনদিন
সাম্প্রদায়িক সহিংসতা দেখেনি।
তারা ওখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ মিলেমিশে
বাস করছে শতাব্দী ধরে-
বৌদ্ধরা জানতে পারলো না তাদের অপরাধ কি
কেন লালচিং বৌদ্ধবিহারের মন্দির ভেঙ্গে তছনছ করা হলো
কেন স্কুল পডুয়া নিনা, নোভা, তিথিসহ অনেকের বই খাতা
পুড়িয়ে ফেলা হলো, পুড়ে গেল বৌদ্ধ ধর্মগ্রন্থ।
সংখ্যাগুরু দ্বারা সংখ্যালঘুদের নির্যাতন
পাহাড়িদের অব্যক্ত কান্না ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে
তবে কী মানুষের সভ্যতা পিছনমুখী হবে?
এ কলঙ্কময় ঘটনার অন্তহীন উদ্বেগ
আমাদের তাড়িত করে
আমাদের সুন্দর সম্প্রীতিময় অবস্থানকে কাঁপিয়ে দেয়
আমাদের সাংস্কৃতির মাতৃনাভিতে
আঁচড় কাটে, ক্ষতের চিহ্ন এঁকে দেয়।
সাম্প্রদায়িক সম্প্রীতির হৃদপিণ্ড কেটে ফেলে
সামনে এগুনো যায় না।
সমবেত জনতা ঐক্যবদ্ধ হোন
আসুন অদৃশ্য, অশুভ দৌরাত্মের দাপটকে জব্দ করি
ওদের থামিয়ে দেই।
বাংলাদেশ তুমি রুখে দাঁড়াও।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৩
অপূর্ণ রায়হান বলেছেন: আজও ঘটনাটির নিন্দা জানাই ।
নতুন মন্দিরগুলো দেখে এসেছি । খুবই সুন্দর হয়েছে । কিন্তু রামুবাসির মনের দাগ কি দূর হবে ?
কবিতায় ভালোলাগা । শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫০
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লেগেছে ভাই...
এসো,
ওদের থামিয়ে দেই
এসো বাংলাদেশ
রুখে দাঁড়াও