![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
উৎসর্গ: নির্মলেন্দু গুণ
আজ আমি কারো জন্য কোন বিচার চাইতে আসিনি
কোন অভিযোগের ঝুড়ি মেলে ধরবো না
না কোন সভায় বা সেমিনারে শাহবাগ অথবা আজিজ সুপারে
আমি স্রেফ তার রোগ মুক্তির জন্য প্রহর গুনছি
তাঁর অসুস্থতা কবিকুলের অসুস্থতা
তাঁর আরোগ্যে কবিকুলের আরোগ্য
তাঁর ফিরে আসায় আবার পাখিরা গেয়ে উঠবে গান
কবিতা ঝলসে উঠবে তরবারির মতো
আকাশে পায়রারা ডিগবাজী দেবে উড়বে মুক্তমনে
আবার জমবে আড্ডা বটতলায় অথবা কামরাঙ্গির চরে
শাহবাগ, টিএসসি, পাবলিক লাইব্রেরিতে জোছনাশোভিত রাতে ।
১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৯
আনোয়ার কামাল বলেছেন: ধন্যবাদ। মন্তব্য করার জন্য।
২| ১৪ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ফিরে আসুন কবি, প্রার্থনা।
৩| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪
আনোয়ার কামাল বলেছেন: দূর্জয় আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: আবার জমবে আড্ডা বটতলায় অথবা কামরাঙ্গির চরে
শাহবাগ, টিএসসি, পাবলিক লাইব্রেরিতে জোছনাশোভিত রাতে ।