![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
অলস সময় দীর্ঘ যানজটের মতো থেমে থাকে অবেলায়
সময়ের চড়ুই পাখী ঠোঁটে জমিয়ে রাখে দুঃসহ যন্ত্রণা
মেঠো পথে আল ধরে আখড়ায় ফেরে যে যার মতো করে
সূরের মূর্ছনায় গাছের ছায়া স্পর্শ করে দুপুরের সোনালী
মিঠেকড়া রোদ, ভোরের কুয়াশাস্নাত ফেলে আসা ব্যর্থ রাত।
বেদনার হাহাকার পোয়াতি ধানের ডগায় ভেসে বেড়ায় সময়ের ভেলা
দূর বহুদূর চলে যায় সময়ের ঘোড়া কেবলই ব্যর্থ দুরাশা ভর করে
নুয়ে যাওয়া পিঠে কিছুই পায়না হাতড়ে খুঁজে ফিরে পরাজিত
সৈনিকের বেশে।
তবুও প্রেমময় জোড় শালিক, দোয়েল লেজ তুলে আবেদন সৃষ্টি করে
আমাকে আনন্দ দেয় ক্ষণিক বিরতিতে।
৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫৬
আনোয়ার কামাল বলেছেন: অনেক ধন্যবাদ। আমার লেখাটি আপনার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে দেখে।
২| ২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৮
বলেছেন: ভাললাগা ++++++++++++
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০০
আনোয়ার কামাল বলেছেন: আসলে ভালোলাগা থেকেই ভালোবাসার জন্ম। আপনি আমার কবিতা পড়ে অনেকগুলো প্লাস দিয়েছেন। আপনার প্লাসগুলো মাথায় তুলে রাখলাম। অামার কবিতা পড়ে ভালোলাগার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
৩| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮
কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ++
৩০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:০১
আনোয়ার কামাল বলেছেন: হা-হা-হা। ডবল প্লাস পেলাম। বুকের অন্দরে যত্নে রেখে দিলাম। অনেক অনেক শুভেচ্ছা নেবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮
শাফি উদ্দীন বলেছেন: চমৎকার লিখা পড়লাম।