![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
মন পাখিটা-১৮
মনের ভেতর গোপনে
বাস করে সে কে
তুমি তুমি তুমি আজন্ম।
মন পাখিটা-১৯
শীত কিন্তু এসে গেছে
তুমি কোথায়?
শীতের ক্রিম এখন আমার হাতে।
মন পাখিটা-২০
তোমার চলে যাওয়া মানে
চিরতরে চলে যাওয়া নয়
দ্রুত চলে আসার জন্য পথ তৈরি করা।
মন পাখিটা-২১
আমাদের পথ আলাদা হতে পারে
গন্তব্য কিন্তু একটাই
আসল গন্তব্যে পৌঁছানোই মূল কাজ।
মন পাখিটা-২২
পথের বন্ধু যেজন
তার সাথে পথেই দেখা হয়
পথ কী আমাদের কখনো ফুরাবে?
মন পাখিটা-২৩
তাল তলা বট তলা
যেখানেই বসো যেখানেই থাকো
প্রাণের টানে একতলাতে আসতেই হবে।
মন পাখিটা-২৪
যেতেতো চাই শীতের পিঠা খেতে
হেমন্তের ঘ্রাণ নিতে
আমন্ত্রণ যে এখনো আসেনি।
মন পাখিটা-২৫
চারদিকে হেমন্তের মৌ মৌ গন্ধ
কোনো দিকেই তুমি নাই
তুমি ছাড়া আমার কোন হেমন্তও নাই।
মন পাখিটা-২৬
যেতেতো চাই শীতের পিঠা খেতে
হেমন্তের ঘ্রাণ নিতে
আমন্ত্রণ যে এখনো আসেনি।
২| ১২ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫
আনোয়ার কামাল বলেছেন: ধন্যবাদ এ.টি.এম.মোস্তফা কামাল।মন্তব্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:১৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো উদ্যোগ। ভালো লাগলো।