![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
মন পাখিটা-৩৪
লাল সবুজের পতাকা
পত পত করে ওড়ে
হৃদয়ের ভেতর স্বাধীনতা জ্বল জ্বল করে।
মন পাখিটা-৩৩
বিজয়ের গান জীবনের গান
সঙ্গে নিয়ে চলি
আমি প্রজন্মের প্রতিনিধি।
মন পাখিটা-৩২
রসের হাড়ি টইটুম্বর
প্রেমের হাড়ি ফাঁকা
প্রেমের হাটে আমি ব্যর্থ প্রেমিক।
মন পাখিটা-৩১
কবিতা এখন আর নতুন করে
সহ্য হয়না তোমার
আমি কবি একলা চলি।
মন পাখিটা-৩০
চলন্ত বাসে তুমি
আমি দাঁড়িয়ে শাহবাগ
কেবল দূরত্ব বাড়ছে।
মন পাখিটা-২৯
খাবো খাবো কোথায় পাবো
ধার করে আনো, শোধ করবে কে?
হাম দেগা।
মন পাখিটা-২৮
ফুরিয়ে যাওয়ার আগেই
হাত বাড়িয়ে নিতে হয়
দিল্লিকা লাড্ডু।
মন পাখিটা-২৭
সারা দিনমান ফেরি করি, কবিতা ফেরি
একটি কবিতাও বেচতে পারিনি
সবক’টি জমিয়ে রেখেছি তোমার জন্য।
মন পাখিটা-২৬
পথের ধুলো ঠেলি এগিয়ে যাই
মনের বাসনা নিয়ে এগিয়ে যাই
তুমি কেবলই দু’হাত দিয়ে দূরে সরিয়ে দেও।
©somewhere in net ltd.