![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
মন উদাস করে গান গেয়ে রাত ভোর জেগে থাকে কুয়াশা সকাল
ভোরের নেড়ি কুকুরেরা রাতজাগা রেশ কেটে গুটিশুটি হয়ে লেজ জড়ো করে ঘুম দেয়
প্রভাতী উষার উষ্ণতা ঢেলে দাও, জ্বেলে দাও, খড়ের গাদায় মিনমিনে আগুন।
দোয়েলেরা লেজ তুলে প্রেমানন্দ বিলায়, ঘুঘুর ডাক থেমে থেমে কানে সুর তোলে।
আমিও হারিয়ে যাই শর্ষের সোনালী আভায়;
মৌমাছিদের সঙ্গম মুহূর্তে জেগে রয় প্রতিটি সময়।
চারদিক মৌ মৌ করে
আমাকে রানী মৌমাছি চুম্বন এঁকে দেয় মায়াবী শরীরে।
আমিও যেতে পারি সুতি গাঙ এর পাক-কাঁদা মাখানো শরীরে
এখনো বাধ দিয়ে মাছ ধরি মামা ভাগ্নে দুজনে
মাছেরা ধেয়ে আসে ভাটির টানে
আমাদের সাথে প্রেমের গান গায় ধরা দেয় আপন ইচ্ছায় |
২| ১১ ই মে, ২০১৭ রাত ১২:২৭
আনোয়ার কামাল বলেছেন: কৃতজ্ঞতা প্রকাশ করছি। যদিও অনেক বিলম্বে। অনেক দিন এখানে প্রবেশ করা হয়নি। এখন থেকে নিয়মিত থাকবো।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:২৩
ফুলফোটে বলেছেন: আহা! অনেক সুন্দর ভাই...মন ভাল হয়ে গেছে কবিতা পড়ে।