![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
দেখা হবে বন্ধুদের সাথে কোন এক আড্ডায় অথবা কোন এক ক্রান্তিলগ্নে
যখন সময় বিষাক্ত বাতাসে ধেয়ে আসবে, পাখিরা হারিয়ে যাবে অজানায়
ঠিক তখনই, না হয় ঠিক তখনই তুমি জ্বলে ওঠো দিয়াশলায়ের কাঠির মতো।
এখন নাইবা জ্বললে, থাকো ঘুমিয়ে থাকো ঘুমিয়ে থাকো;
আবার আগুনের লকলকে জিহবা ধেয়ে আসছে
ঠিক তোমার পিঠ বরাবর, নাক বরাবর, মুখমণ্ডল, নাসিকার সুড়ঙ্গে
পলায়নপর মাছের মতো সুড়ুৎ করে ঢুকে পড়ছে।
এখনো তুমি ঘুমিয়ে থাকো, নির্ভার থাকো, বেসামাল থাকো বন্য মাতাল
যাযাবর শুকুরের বেশে একপাল নেমে আসছে গহীণ অরণ্য থেকে
তোমাকে ছোবল মারবে! থাকো, এখনো তুমি ঘুমিয়ে থাকো।
মাছের মতো ঘুমিয়ে থাকো
গাছের মতো ঘুমিয়ে থাকো
ঘাসের মতো ঘুমিয়ে থাকো
মৃত মানুষের হাড়ের মতো ঘুমিয়ে থাকো।
২| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
নাহিদ রুদ্রনীল বলেছেন: দারুন লিখেছেন ।
৩| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
ব্লগার পিনিকলাল বলেছেন: অনেক সুন্দর
৪| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৩২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।++
৫| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ৮:৩৩
শাহেদ চৌধুরী বলেছেন: সুন্দর একটা লেখা উপহার দেয়ার জন্য অসং্খ ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:২৯
এনামুল রেজা বলেছেন: জীবন ঘষেই আগুন জ্বলে।
সুন্দর..