![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
মাটির সোঁদা গন্ধে বেড়ে ওঠা কৃষকের মল্লভূমি
মুখের সরল হাসি আকাশের জোছনায়
আলো বিকিয়ে দেয়। কোন এক পদ্মার চরে
কাশফুলের ধবল মখমলে আচ্ছন্ন রাখালের শরীর
কলমিলতার মতো কিষাণীর পুরু বাহুমূল জড়িয়ে
চোখে ঝলসে ওঠে হাসির ঝিলিক; পদ্মার চকচকে
রূপালী ইলিশ, নায়ের গলুই চুয়ে পড়ে আনন্দলহরী।
বান আসে বান যায় জেগে ওঠে অজস্র চরাঞ্চল
বুকের জমিনে বাড়তে থাকে অঙ্কুরিত আবাদি ফসল
জেগে ওঠে কামুক শরীর জেগে ওঠে উতাল হাওয়া
দখল বাড়তে থাকে হাত বদল হয় জমিন শুষে নেয়
লোনা ঘাম আর ভেজা রক্ত; সেই সাথে মানুষের
রক্ত শুষে জমির কামজ্বর বেড়ে যায়।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬
আনোয়ার কামাল বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
মোঃ আব্দুল্লাহ আল-আমিন বলেছেন: খুব ভালো লিখেছেন আপনি। সত্যি পড়তে পড়তে চোখে সব ভেসে উঠছিলও।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭
আনোয়ার কামাল বলেছেন: আপনাকে কবিতাটি নাড়া দিয়েছে জেনে আমি অভিভূত হয়েছি। নিরন্তর শুভেচ্ছা রইলো।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৪
জেন রসি বলেছেন: প্রকৃতির সাথে মানবপ্রকৃতির এই অন্তরঙ্গ উপস্থাপনা ভালো লেগেছে।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮
আনোয়ার কামাল বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো কবিতাটি।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৮
আনোয়ার কামাল বলেছেন: ধন্যবাদ মন্তব্য করা্র জন্য।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪০
রেজওয়ান তানিম বলেছেন: রক্ত শুষে জমির কামজ্বর বেড়ে যায়
বেশ লাগল এই লাইনটা
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯
আনোয়ার কামাল বলেছেন: ধন্যবাদ।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৬
Subroto বলেছেন: খুব ভাল লেখেন আপনি ,
খুব ভাল হয়েছে।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২০
আনোয়ার কামাল বলেছেন: অপনার মন্তব্যে আমি প্রাণিত হলাম।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০১
জাহাঙ্গীর.আলম বলেছেন:
লোনা ঘাম আর ভেজা রক্ত; সেই সাথে মানুষের
রক্ত শুষে জমির কামজ্বর বেড়ে যায়। চিরন্তর কর্ষিত সত্যবচন ৷
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩০
আনোয়ার কামাল বলেছেন: মন্তব্য ও পাঠ করার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০০
কথাকথিকেথিকথন বলেছেন: মৃত্তিকার গল্প ভাল লাগলো ।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২১
আনোয়ার কামাল বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯
নুর ইসলাম রফিক বলেছেন: ধারুন......