![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
আমি চলে যাওয়ার আগে
আমার পদচিহ্ন রেখে যাবো
বাতাসে ভেসে বেড়াবে
আমার শরীরের গন্ধ
তুমি যত্নে কুড়িয়ে রেখো।
০৫ ই মে, ২০১৭ রাত ১১:০১
আনোয়ার কামাল বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
২| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:০৪
ডঃ এম এ আলী বলেছেন: অনেক সময় পদচিহ্ন রেখে যাওয়ার জন্য বিখ্যাত হয়ে থাকতে পারেন । উদাহরণ হিসাবে বলা যায় শ্রীলংকার রতনপুরায় অবস্থিত আদম চুড়া (Adam’s Peak) পাহাড় যা শ্রী পদ ( Holy Foot) নামেও পরিচিত । কিংবদন্তি বলছে বুদ্ধ তার পাদদেশটি প্রথম এখানে রেখেই দ্বীপটির চারপাশে ঘুরেছিলেন , যা চূড়ার পিছনে একটি বড় পদচিহ্ন হিসাবে রেখে চলেছে। সেখানকার খ্রিস্টান এবং মুসলমানগন বিশ্বাস করেন যে সৃস্টি কর্তার আদেশে বেহেস্ত হতে ফেরেশতাগন কতৃক হযরত আদম ( আ.) প্রথম এখানেই পতিত হয়েছিলেন , আর হিন্দুরা এটিকে ঈশ্বর শিবের পদাঙ্ক হিসেবে মনে করেন । সমস্ত প্রধান ধর্মের কাছে পবিত্র এই সুন্দর পাহাড়ী তীর্থস্থানটির পাদদেশে পাথরের ভাজে ভাজে পাওয়া যায় মহামুল্যবান রত্ন পাথর, যার মধ্যে উল্লেখযোগ্য হল রুবি, নীলকান্তমণি, স্পিনিল, ফাইনেস্ট ক্রিসোব্রেল (ক্যাট-আই এবং আলেক্রেড্রিটি সহ), পোখরাজ, ট্যুরিজমিন, কোয়ার্টজ, পেরিডট, চন্দ্র পাথর, গারনেট, জিরকন এবং অন্যান্য রত্ন পাথর ।
১১ ই মে, ২০১৭ রাত ১২:১০
আনোয়ার কামাল বলেছেন: বাহ্! অনেক মূল্যবান তথ্য জানা গেল।
আপনাকে অনেক ধন্যবাদ ডঃ এম এ আলী।
৩| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কবি কেমন আছেন ? ভাল লিখেছেন ।
৪| ১১ ই মে, ২০১৭ রাত ১২:১২
আনোয়ার কামাল বলেছেন: সেলিম ভাই, এই তো ভালো আছি।
আপনি কেমন আছেন? ভালোবাসা রইল।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০১৭ রাত ১০:৫৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভালো লাগলো।