![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবিতা,গল্প,প্রবন্ধ,বই ও লিটলম্যাগ আলোচনা লিখে থাকি । ‘এবং মানুষ’ নামে একটি লিটলম্যাগ সম্পাদনা করি। সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই। ব্লগারের অনুমতি ছাড়া কোন লেখা কপি করে অন্য কোথাও ছাপানো নিষেধ।
আজ কবি ফরিদ আহমদ দুলাল এর জন্মদিন।
প্রিয় কবির জন্মদিনে ‘এবং মানুষ’র পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
কবিকে আমার সামান্য নিবেদন...
কবিতার ফেরিওয়ালা
[ কবি ফরিদ আহমদ দুলাল প্রিয়জনেষু ]
উত্তরের হাওয়া এসে দক্ষিণে আছড়ে পড়ে
প্রিয়জন ভালোবাসার অপূর্ব ডাক দিয়ে যায়।
বৈশাখী ঝড়ে কবি একদিন জলের গহীনে রোদ হয়ে
অরণ্যে অনর্থ তোলপাড় তুলে অমানিশার কাব্য শুনিয়েছে,
কখনো জলোচ্ছ্বাস অথবা প্রবল ঘূর্ণিঝড় তাকে ছুঁতে পারেনি
সব বাধার প্রাচীর টপকে চলে আসে কবিতার ফেরিওয়ালা।
জীবনের প্রতি পদে নিবিড় নিঃশ্বাস তার, দীর্ঘ বিষাদ সড়ক পেরিয়ে
পরম নির্ভাবনায় হৃদয়ের কাছাকাছি, ভালোবাসার মায়াডোরে বেঁধে রাখে;
সকল বাঁধ ভেঙে, অসংখ্য বন্ধুর হাত ধরে জীবনের অমানিশা
কেটে কেটে পথ করে দেয়—
আমরা তো এখনও হেঁটে যাচ্ছি অবিরাম—
জীবনের আলপথ ধরে দোয়েল, শ্যামা আর শালিকের দেশে।
২২ শে মে, ২০১৭ দুপুর ২:৫৬
আনোয়ার কামাল বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।
২| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অন্যদের পোস্টে যাবেন তবেই না অন্যরা আপনার পোস্টে আসবে
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম সুন্দর