নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৃতাত্ত্বিক পরিচয়ে আমি একজন বাঙালি। আর আমি রাজনীতি বুঝি না। আমি শুধু মানুষ বুঝি।

অপর্ণা সেন

সত্য যত কঠিনই হোক তবুও সত্য বলতে চাই।

অপর্ণা সেন › বিস্তারিত পোস্টঃ

তুমি ফিরে এসো

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৩



শাড়ির ভাঁজগুলো প্রায় প্রতিদিন
তুমি দেখতে কী গভীর মনোযোগ দিয়ে
আর হাতের মেহেদীর রঙ একটুখানি মুছে গেলে
তুমি সে কী ভীষণ আফসোস করতে!
মল্লিকাফুলের ঘ্রাণ ছিল তোমার খুব প্রিয়
আর তোমার জন্য তাকে রোজ-রোজ
খোঁপায় পরতে হতো বেলীফুলের মালা,
সেসব এখনও আগের মতোই আছে,
নেই শুধু তুমি।
হরিদেবপুরের তোমার চিরচেনা অনামিকা
এখনও তোমার জন্য রয়েছে আগের মতো,
রোজ সন্ধ্যায় এখনও সে খোঁপায়
গুঁজে দেয় বেলীফুলের মালা।
তবু সেই তুমি এখন পরবাসী!
নাকি খেয়ালের ভুলে অন্য কারও?
তার হাতের মেহেদী একটু-একটু করে মুছে যাচ্ছে,
খোঁপায় জড়ানো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে দ্রুত,
আর মনটা বুঝি আগের মতো ধরে রাখা দায়!
তুমি ফিরে এসো—যদি কিছু বুঝে থাকো,
আর এসে মুগ্ধচোখে বারবার দেখো
অনামিকার শাড়ির ভাঁজ এখনও ঠিক আছে,
এখনও খোঁপায় জড়ানো আছে বেলীফুলের মালা,
কিন্তু আর কতদিন? আর কতদিন?
তুমি ফিরে এসো—যদি একটু কিছু বুঝে থাকো,
ফিরে এসো চাঁদজোছনার মধুময় আলোতে,
আর মানবীমনের ভালোবাসা ঝরে যাওয়ার আগেই।

শাড়ির ভাঁজগুলো প্রায় প্রতিদিন
তুমি দেখতে কী গভীর মনোযোগ দিয়ে
আর হাতের মেহেদীর রঙ একটুখানি মুছে গেলে
তুমি সে কী ভীষণ আফসোস করতে!
মল্লিকাফুলের ঘ্রাণ ছিল তোমার খুব প্রিয়
আর তোমার জন্য তাকে রোজ-রোজ
খোঁপায় পরতে হতো বেলীফুলের মালা,
সেসব এখনও আগের মতোই আছে,
নেই শুধু তুমি।
হরিদেবপুরের তোমার চিরচেনা অনামিকা
এখনও তোমার জন্য রয়েছে আগের মতো,
রোজ সন্ধ্যায় এখনও সে খোঁপায়
গুঁজে দেয় বেলীফুলের মালা।
তবু সেই তুমি এখন পরবাসী!
নাকি খেয়ালের ভুলে অন্য কারও?
তার হাতের মেহেদী একটু-একটু করে মুছে যাচ্ছে,
খোঁপায় জড়ানো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে দ্রুত,
আর মনটা বুঝি আগের মতো ধরে রাখা দায়!
তুমি ফিরে এসো—যদি কিছু বুঝে থাকো,
আর এসে মুগ্ধচোখে বারবার দেখো
অনামিকার শাড়ির ভাঁজ এখনও ঠিক আছে,
এখনও খোঁপায় জড়ানো আছে বেলীফুলের মালা,
কিন্তু আর কতদিন? আর কতদিন?
তুমি ফিরে এসো—যদি একটু কিছু বুঝে থাকো,
ফিরে এসো চাঁদজোছনার মধুময় আলোতে,
আর মানবীমনের ভালোবাসা ঝরে যাওয়ার আগেই।




অপর্ণা সেন
১১/০৮/২০১৭

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৯

নিতাই পাল বলেছেন: বেশ লিখেছেন, ভালো লেগেছে। এমন আরও চাই।

০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০২

অপর্ণা সেন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা।
শুভেচ্ছাসহ শুভকামনা রইলো।

২| ০৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৭

বজ্রকুমার বলেছেন: তবে তাই হোক তিনি ফিরে আসুক হরিদেবপুরে উনার চিরচেনা অনামিকার কাছে।

০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

অপর্ণা সেন বলেছেন: সুন্দর বলেছেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সঙ্গে শুভেচ্ছাও।

৩| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: চমতকার লাগল আপনার লেখা, মুগ্ধতা।

০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

অপর্ণা সেন বলেছেন: আপনার মন্তব্যে প্রেরণা লাভ করলাম।
অসংখ্য ধন্যবাদসহ শুভেচ্ছা আপনাকে।

৪| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

অপর্ণা সেন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার জন্য রইলো শুভেচ্ছাসহ শুভকামনা।

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.