নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৃতাত্ত্বিক পরিচয়ে আমি একজন বাঙালি। আর আমি রাজনীতি বুঝি না। আমি শুধু মানুষ বুঝি।

অপর্ণা সেন

সত্য যত কঠিনই হোক তবুও সত্য বলতে চাই।

অপর্ণা সেন › বিস্তারিত পোস্টঃ

ঘুম নাই চোখে

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:২৬



রাতজাগা পাখি যেন
চোখে নাই ঘুম,
তারউপরে দুঃস্বপ্নেরা
উড়ে চলে শকুনের মতো!
মায়াহীন-দয়াহীন, আর বড় নিষ্ঠুর
সংসার একখানা আমাদের।
প্রতিদিন এখানে গজায় ষড়যন্ত্রের নতুন শিকড়,
তাই দ্বন্দ্বযুদ্ধ, ছায়াযুদ্ধ, আর স্নায়ুযুদ্ধ
লেগে আছে সর্বক্ষণ!
এগুলো নিত্যনৈমিত্তিক ব্যাপারস্যাপারে
পরিণত হয়েছে আমাদের সোনালি জীবনে।
আজ আমাদের পরিপূর্ণ সুখ নাই, স্বস্তি নাই,
আর নাই ফসলভরা একটুকরো মাঠের মতো
উপচেপরা সজীব-সতেজ ভালোবাসা,
তবুও সংসার একখানা আমাদের।

সহজে কেউ এখানে আপসরফা করতে চায় না,
আর একটু সুযোগ পেলেই বসিয়ে দেয় যেন
ভয়াবহ পারমাণবিক বোমার আঁচড়!
খুব ভয়াবহ-ভালো সংসার আমাদের।
তবুও কত মায়া, আর কত ভালোবাসা এখানে!
পেটভরে যায় সবার প্রচণ্ড হিংসায়,
আর বুকে বারুদের মতো বারবার জ্বলে ওঠে
অহংকারের ভয়াবহ দাবানল!
অসহিষ্ণুতার আর পরশ্রীকাতরতার স্ফুলিঙ্গ
জ্বালিয়ে-পুড়িয়ে খাক করে দিচ্ছে আমাদের হৃদয়।

এখানেও একটু ভালোবাসা আছে!
আর সবই বুঝি লোকদেখানো অনুশীলন,
প্রতিদিন সংসারে লাঞ্ছিত হয় রমণী,
আর প্রতিদিন সংসারে উপেক্ষিত হয় রমণী।
একটুআধটু অনুযোগে অমনি খেতাব জুটবে
অভাগার কপালে ভয়াবহ বেআদবের!
ভালোবাসা নাই, প্রেম নাই,
আর মরে গেছে আমাদের হৃদয়,
তবুও সংসার একখানা আমাদের!

ভালোবাসা কর্পূরের মতো উবে গেছে,
বেড়ে গেছে সন্দেহ-সংশয় আর অবিশ্বাস,
ভালোবাসাবিহীন পরিত্যক্ত কাননে
আর আগুনভরা নরকালয়ে
তবুও সাজিয়ে চলেছি আমরা জীবনের সংসার।
মানুষ বোঝে না হৃদয়ের সততা,
মানুষ বোঝে না হৃদয়ের উচ্চতা,
মানুষ বোঝে শুধু ক্ষুদ্র স্বার্থপরতা।
মানুষ কি বোঝে কখনও
বুকের গভীরে লুকিয়ে রাখা ভালোবাসা?
মানুষ বোঝে না হৃদয়সুখের উষ্ণতা।
আগুনের সংসারে, আগুনভরা কাননে
যুদ্ধ করে-করে, জীবনটা ক্ষয়ে-ক্ষয়ে
ফুল ফোটাতে ব্যস্ত—ভালোবাসার ফুল!
তাই ঘুম নাই চোখে।




অপর্ণা সেন
১১/০৮/২০১৭

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি চমৎকার কবিতা লিখেন। বাট আশানুরূপ পাঠক নাই। আপনি একটু সময় দিন, অন্যদের লিখায় প্রচুর মন্তব্য করুন , পরিচিত হোন। শুভ কামনা জানবেন কবি।

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০২

অপর্ণা সেন বলেছেন: উৎসাহ পেয়ে খুব খুশি হলাম।
আপনাকে অশেষ ধন্যবাদ।
আর শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.