![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য যত কঠিনই হোক তবুও সত্য বলতে চাই।
মন কী বলে রে মন বোঝে না,
মন কেন হাসে রে মন তা জানে না।
মনের কথা বুঝতে আমি
কার কাছে যাবো রে,
হাসির কারণ খুঁজতে আমি
কারে ধরবো রে!
মন আমার উদাস কেন জানি না।
হৃদয়মাঝে ভাবের বসত
মন আমার অশান্ত তাই,
মনের কথা মন না জানলে
মনে আমার শান্তি নাই!
কে আছে গুরু আমায় দিবে সান্ত্বনা।
নিজের ভালোবাসা নিজে
পেলাম নাতো খুঁজে,
সারাজীবন কাটায় দিলাম
অন্ধমানব চোখ বুঁজে!
কে আছে আমার বুঝবে মনোবেদনা।
অপর্ণা সেন
১২/০৮/২০১৭
১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৭
অপর্ণা সেন বলেছেন: ঠিকই বলেছেন, দাদা।
সুন্দর মন্তব্যের জন্য
অশেষ ধন্যবাদ।
আর শুভকামনা।
২| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৩
দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ
১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫১
অপর্ণা সেন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর শুভেচ্ছা অফুরান।
৩| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
অপর্ণা সেন বলেছেন: শুভেচ্ছা রইলো।
আর শুভকামনাও।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১:১০
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মনের কথা বুঝতে আমি
কার কাছে যাবো রে,
হাসির কারণ খুঁজতে আমি
কারে ধরবো রে!
...................................................................................
এই যে আমি আমি আছি না !!!
.....................................................................................
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬
বিজন রয় বলেছেন: মন কী বলে রে মন বোঝে না,
মন কেন হাসে রে তা মন জানে না।
............... তাই যদি হতো তাহলে মন কি আর মনের মতো থাকতো?