নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৃতাত্ত্বিক পরিচয়ে আমি একজন বাঙালি। আর আমি রাজনীতি বুঝি না। আমি শুধু মানুষ বুঝি।

অপর্ণা সেন

সত্য যত কঠিনই হোক তবুও সত্য বলতে চাই।

অপর্ণা সেন › বিস্তারিত পোস্টঃ

মায়ের কথা ভাবি

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫০



জীবনে একটুখানি হলেও
ফুটতে পেরেছি ফুলের মতো,
একটুখানি হলেও ছড়িয়েছি আলো,
সবখানে আমার অবদান নয়।
আমার মায়ের পেটে ছিলাম
কত অসহায়ভাবে!
মায়ের কষ্ট নিজের সুখ ভেবে
বেড়ে উঠেছি দিনে-দিনে,
তাই এখন মায়ের কথা ভাবি।

এই জীবনে মানুষ হতে পেরেছি কিনা
জানি না, জানি না, আমি জানি না,
তবে একটু হলেও মানুষকে
ভালোবাসতে পেরেছি,
আর সবখানে মায়ের অবদান।
শান্ত সকালে, নির্জন দুপুরে,
আর ঘুমঘোরে মাকে আমার মনে পড়ে।
জীবনের একটু হাসি-গানে
একটু রঙিন আলোয়
আর একটু ভালোবাসায়
মাকে আমার খুব মনে পড়ে,
তাই এখন মায়ের কথা ভাবি।

জীবনের সকল কাজে
এখনও আমার মা রয়েছেন
আমারই পাশে-পাশে
আশীর্বাদের মশাল জ্বেলে,
আমার জীবন থেকে এখনও তিনি
সকল আঁধার তাড়াতে সদা ব্যস্ত!
মা যে কত ভালো আর কত আপন,
আমার এই একটুখানি কথার ইশারায়
কাউকে তা বোঝানো যায় না।
জীবনের সকল মুহূর্তে এখনও মা,
তাই এখনও মায়ের কথা ভাবি।


অপর্ণা সেন
১৪/০৮/২০১৭

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫

কথাকথিকেথিকথন বলেছেন: পবিত্র ভাবনাগুলোর মধ্যে মাকে নিয়ে ভাবা একটি ।

চমৎকার অনুভূতি । ভাল লেগেছে ।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৭

অপর্ণা সেন বলেছেন: সুন্দর বলেছেন ভাই।
আপনার ভালো লাগায় আনন্দিত।
আপনাকে ধন্যবাদসহ শুভেচ্ছা অফুরান।

২| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৬

ওমেরা বলেছেন: খুব সুন্দর আপু ! আমি আমার আম্মুকে অনেক মিস করি । ধন্যবাদ আপু

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১৯

অপর্ণা সেন বলেছেন: আপনার আম্মুকে মিস করেন শুনে খুশি হলাম।
আসলে ভাই, মা-ই শক্তি।
আপনাকে অনেক ধন্যবাদ।
আর শুভেচ্ছা একগুচ্ছ।

৩| ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৮

ওমেরা বলেছেন: আপু আমি ভাই না আমিও আপু ।

১৫ ই আগস্ট, ২০১৭ রাত ৯:৩৬

অপর্ণা সেন বলেছেন: আচ্ছা!
আদর করে না হয় একবার মনের ভুলে ভাই বলে ফেলেছি।
আর ভুল হবে না আপু।
শুভকামনা।

৪| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: জীবনের সকল মুহূর্তে এখনও মা,
তাই এখনও মায়ের কথা ভাবি।

জীবনে মায়ের অবদান পাহাড় সমান। :)

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

অপর্ণা সেন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
আর সঙ্গে রইলো ধন্যবাদসহ শুভেচ্ছা।

৫| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

অপর্ণা সেন বলেছেন: উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সঙ্গে আপনার জন্য শুভকামনা।

৬| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ পাঠে একরাশ মুগ্ধতা নিয়ে ফিরলাম । কবিকে অনেক শুভেচ্ছা।

১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৭

অপর্ণা সেন বলেছেন: আপনার মুগ্ধতায় খুব খুশি হলাম।
সঙ্গে অশেষ ধন্যবাদসহ শুভেচ্ছা।

৭| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭

কালো আগন্তুক বলেছেন: মা তো মা-ই। তার মত কেউ নাই।
ভাল লেগেছে। ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৪

অপর্ণা সেন বলেছেন: সত্য ও সুন্দর বলেছেন।
আপনাকে ধন্যবাদসহ শুভেচ্ছা অফুরান।

৮| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১

মোস্তফা সোহেল বলেছেন: মাকে নিয়ে সুন্দর কবিতা। ভাল লাগল।

২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

অপর্ণা সেন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
আর সঙ্গে শুভেচ্ছা অফুরান।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ব্লগে স্বাগতম কবি !
মা'কে নিয়ে আপনার কাব্য
সুখপাঠ্য হয়ছে। আসলে
মা'কে নিয়ে যে যাই লিখুক
তা পড়তে কখনোই খারাপ
লাগে না।

১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

অপর্ণা সেন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

শুভেচ্ছা আর শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.