নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৃতাত্ত্বিক পরিচয়ে আমি একজন বাঙালি। আর আমি রাজনীতি বুঝি না। আমি শুধু মানুষ বুঝি।

অপর্ণা সেন

সত্য যত কঠিনই হোক তবুও সত্য বলতে চাই।

অপর্ণা সেন › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা প্রথম পাতায় প্রকাশিত হবে কি?

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৬



অনেকদিন আগে এখানে অ্যাকাউন্ট খুলে ছিলাম। মনে বড় শখ ছিল লেখালেখি করবো। কিন্তু মাসের-পর-মাস চলে যায়! প্রথম পাতায় লেখার আর সুযোগ পাইনি। আজও জানি না, লেখাটি কোথায় প্রকাশিত হবে। তবুও আশা নিয়ে লিখছি, এতবড় একটি প্ল্যাটফর্মে যদি আমার লেখা প্রকাশিত হয়।

পৃথিবীতে কত জাতের কত ধর্মের আর কত বর্ণের মানুষ! সবার সঙ্গে যোগাযোগস্থাপনের বিরাট একটি মাধ্যম এই লেখালেখি। মানুষের মনে এই লেখালেখি দিয়ে জোরালোভাবে দাগকাটা যায়। আর কোনোভাবে এতটা জানান দেওয়া সম্ভব হয় না।

লিখতে ভালো লাগে। লিখতে ভালোবাসি। আর কিছু-একটা লিখতে পারলে মনে হয়, বিরাটকিছু করতে পেরেছি। মানুষের কথা লেখাটা বড় একটা কাজ। জগতে এই মানুষের জন্য দুই-চারটি কথা সহজভাষায় লিখতে চাই।

হৃদয়ের দুয়ার খুলে এসেছি সবার কাছে। সবাই মিলে গড়ে তুলবো ভালোবাসার একটি সমাজ। আমরা যদি মনখুলে মানুষকে ভালোবাসতে পারি, তাহলে আমাদের সমাজ বদলে যাবে। সমাজের এই দুরবস্থা আর থাকবে না।

ছোটবেলায় পড়েছিলাম, ‘মানুষ একা বাস করতে পারে না’। কথাটি খুব সত্য। মানুষের প্রয়োজন মানুষের। হৃদয়ের কথা খুলে বলার জন্য চাই মানুষ। মানুষে-মানুষে নিখাদ ভালোবাসা গড়ে উঠলে প্রতিষ্ঠিত হবে মানবতার সমাজ, ভালোবাসার সমাজ ও মনুষ্যত্বের সমাজ।

আসুন, সবাই মিলে সবাইকে, মানুষকে ভালোবাসি।













মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৮

আসোয়াদ লোদি বলেছেন: সুন্দর পোস্ট। আশা পূর্ণ হোক।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। আশাকরি, দ্রুতই আপনার মনের আশা পূরণ হবে এবং আপনার লেখা প্রথম পাতায় আসবে।
ব্লগে সুস্বাগতম! শুভ হোক আপনার ব্লগযাত্রা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.