নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নৃতাত্ত্বিক পরিচয়ে আমি একজন বাঙালি। আর আমি রাজনীতি বুঝি না। আমি শুধু মানুষ বুঝি।

অপর্ণা সেন

সত্য যত কঠিনই হোক তবুও সত্য বলতে চাই।

অপর্ণা সেন › বিস্তারিত পোস্টঃ

ব্লগে প্রথম পোস্ট: জীবনটা শুধু ভালোবাসার জন্য

২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০০



মানুষের জীবন ক্ষণস্থায়ী। তবুও এই জীবনটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কোনো লাভ নাই। আমাদের এই ক্ষণস্থায়ী জীবনটাকে মানুষের সেবায় কাজে লাগাতে হবে। পৃথিবীতে যতক্ষণ আমাদের প্রাণ আছে ততক্ষণ শুধু মানুষের পাশে দাঁড়াতে হবে। আর নিঃস্বার্থভাবে সম্পূর্ণ মানবিক হয়ে আমাদের সবাইকে মানবসেবায় ঝাঁপিয়ে পড়তে হবে।

জীবনটা শুধু ভালোবাসার জন্য। স্বল্পসময়ে অধিক ভালোবাসা চাই। আর এই ভালোবাসা আপনাআপনি তৈরি হবে না। এটিকে সবার মনে তৈরি করে নিতে হবে। এজন্য আমাদের মনকে সত্য ও সুন্দরের আরাধনায় শাণিত করে সম্পূর্ণ পবিত্র করে তুলতে হবে। আর পবিত্র মনেই ভালোবাসা ঠাঁই লাভ করে থাকে। সবখানে তাই মানুষের জন্য মানুষের ভালোবাসাই প্রত্যাশা করছি। এই পৃথিবীতে মানুষের আয়ুষ্কাল সামান্য। তবুও এ-কে কম সময় বলা ঠিক হবে না। আর এই সময়টুকু যদি আমরা পারস্পরিক ভালোবাসার মধ্যে কাটিয়ে দিতে পারি—তাহলে আমাদের জীবন দেখতে-দেখতে স্বপ্নসুন্দর ও রঙিন হয়ে উঠবে।

আমরা সবাই রঙিন জীবন চাই। এখনকার দিনে সাদাকালো জীবন কারও পছন্দ নয়। সবখানে এখন মানুষের রঙ চাই। আরও বেশি রঙ চাই। আর চাই জীবনভরে রঙের খেলা। মানবজীবনে রঙের শেষ নাই। ভালোবাসারও শেষ নাই। কিন্তু এই রঙ আর ভালোবাসা তো কোনো জাদুবলে তৈরি করা যাবে না। এজন্য প্রত্যেককে তার নিজ-নিজ মনটাকে ঝেড়েমুছে পরিষ্কারপরিচ্ছন্ন করে রঙিন করে তুলতে হবে। মনের ভিতরে সত্য ও সুন্দরের বার্নিশ করতে হবে।

জীবনটাকে আমরা রঙিন চাচ্ছি। কিন্তু জীবনটা যে কীভাবে রঙিন হতে পারে—সেই সম্পর্কে আমরা ভাবছি না। এই জীবনটাতো এমনিএমনি রঙিন হয়ে উঠবে না। আমাদেরই প্রচেষ্টায় এটি হতে পারে সার্বজনীন রঙিন। হ্যাঁ, সবার জীবনই রঙিন করে তুলতে হবে। শুধু একজন কিংবা কিছুসংখ্যক মানুষ রঙিন হলেও দুনিয়াটা সাদাকালোই থেকে যাবে। তাই সবসময় সকলের কথা ভাবতে হবে। তাহলে আমাদের সমাজ সত্য ও সুন্দর হয়ে উঠবে।

আমাদের সকল মানুষকে নিয়ে ভাবতে হবে। সবার শান্তিসুখের প্রতি যদি আমাদের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধ থাকে—তাহলে সবার জীবনই রঙিন হয়ে উঠতে বাধ্য। এজন্য আমাদের মনটাকে আগে রঙিন করে তুলতে হবে। এখন দেখি, অনেকের মন সাদাকালো। কিন্তু সে চাচ্ছে রঙিন জীবন! এটি কীভাবে সম্ভব? সাদাকালো মনে রঙিন জীবন গড়া যায় না।

এখন অনেকের মন একেবারে সাদাকালো। এখানে, রঙিন ফুল ফুটবে কীভাবে? উত্তর: মনটাকে আগে রঙিন করে তুলতে হবে। আগের কালে মানুষের জীবনযাত্রা ছিল সাদাকালো। কিন্তু তখন তাদের মনটি ছিল রঙিন। আর এখন ঠিক তার উল্টা। আজকাল মানুষের মন সাদাকালো। কিন্তু সে চাচ্ছে রঙিন জীবন! এখানেই মানুষের আত্মপ্রবঞ্চনার ছাপ সুস্পষ্ট। সে ভালোবাসাময় রঙিন জীবন গড়তে চেয়ে নিজের সাদাকালো মন নিয়ে সাদাকালো হয়ে বসে আছে। ভালোবাসার পৃথিবী গড়তে হলে আমাদের সবকিছু রঙিন করে তুলতে হবে।

জীবনটাতো শুধু ভালোবাসার জন্য। আর ভালোবাসা সুন্দর, রঙিন ও সত্য। এ-কে সার্থক করে তুলতে হলে একজীবনে আমাদের সবাইকে নিঃস্বার্থভাবে সার্বজনীন ভালোবাসার শপথ নিতে হবে। তাহলে আমরা সবাই মিলে ভালোবাসাময় রঙিন জীবন গড়তে পারবো। নইলে কৃত্রিমভাবে পৃথিবীটাকে রঙিন করে লাভ নাই। বাইরে রঙিন হলেও এর ভিতরটাতো থাকবে সাদাকালো! তখন এখানে রঙিন ফুল ফুটবে কীভাবে? তাই পৃথিবীটাকে রঙিন করতে হলে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলের প্রতি নিখাদ ভালোবাসা ছড়িয়ে দিতে হবে। আর ভালোবাসার সুবাসেই শুধু আমাদের এই সাদাকালো পৃথিবীটা রঙিন হয়ে উঠতে পারে।

সকলের প্রতি ভালোবাসা।


০২/০৮/২০১৭

মন্তব্য ৪২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩১

পবিত্র হোসাইন বলেছেন: সুন্দর লিখেছেন। শুভ কামনা

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৯

অপর্ণা সেন বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।
শুভেচ্ছা জানবেন।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগের প্রথম পোস্টটায় খুব মূল্যবান কিছু কথা বলে নিজের সাবলীল ব্যক্তিত্বের পরিচয় খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার লেখার হাতও খুব সাবলীল। অনেক অনেক শুভ কামনা রইল।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

অপর্ণা সেন বলেছেন: সুন্দর কথা বলেছেন।
শুভেচ্ছা নেবেন। অনেক ধন্যবাদ দাদা।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫

রাজীব নুর বলেছেন: স্বাগতম।
খুব সুন্দর লিখেছেন সহজ সরল ভাষায়।

এই ছবিটা আপনার জন্য।


ভালো থাকুন।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২

অপর্ণা সেন বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।
ছবিটা সুন্দর হয়েছে।
শুভেচ্ছা নেবেন।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

আকতার আর হোসাইন বলেছেন: লেখা দেখে কেউ বুঝতেই পারবে না এইটা আপনার প্রথম পোস্ট।

কেননা, লেখার ধরণ ভালো।
বর্ণণাশৈলী ভালো।
শব্দচয়ন ভালো।
লেখায় গভীরতা আছে। পরিপক্বতা আছে।

শুভ কামনা আপনার জন্য। শুভ কামনা আপনার জন্য।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

অপর্ণা সেন বলেছেন: অনেক প্রশংসায় মুগ্ধ।
শুভেচ্ছা নেবেন। অসংখ্য ধন্যবাদ দাদা।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

মুক্তা নীল বলেছেন:
দিদি ,
সাদাকালো আলোঅন্ধকারের সবকিছুই জয় করা সম্ভব
যদি যেখানে ভালোবাসা থাকে। সুন্দর পোস্ট।
পোস্টে প্রথম লাইক ও ভালোবাসা ।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫২

অপর্ণা সেন বলেছেন: ঠিক বলেছেন আপু।
অশেষ ধন্যবাদ।
শুভেচ্ছা নেবেন।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনি ১ম পোষ্টটিকে রিপোষ্ট করেছেন কেন?

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২১

অপর্ণা সেন বলেছেন: এই ব্লগে এটি আমার প্রথম পোস্ট।
আগে আমি প্রথম পাতায় লেখার সুযোগ পাইনি।
এতদিন পরে এই সুযোগ পেলাম।
তাই শুধু প্রথম পোস্টটি দিয়েছি।
এরপর থেকে নতুন লেখা দিবো।

ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: জীবন সম্পর্কে ভালো অভিব্যক্তি প্রকাশ করলেন। তবে এটা আপনার প্রথম পোস্টের রিপোস্ট। বিষয়টি উল্লেখ করলে ভালো হতো।
শুভেচ্ছা নিয়েন।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২২

অপর্ণা সেন বলেছেন: এই ব্লগে এটি আমার প্রথম পোস্ট।
আগে আমি প্রথম পাতায় লেখার সুযোগ পাইনি।
এতদিন পরে এই সুযোগ পেলাম। এইটা না দিলে তো প্রথম পোস্ট হতো না।
তাই শুধু প্রথম পোস্টটি দিয়েছি। এরপর থেকে নতুন লেখা দিবো।

ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:



সুন্দর+++

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

অপর্ণা সেন বলেছেন: কৃতজ্ঞ দাদা।
অশেষ ধন্যবাদ। আর শুভেচ্ছা নেবেন।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন: স্বাগতম।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৬

অপর্ণা সেন বলেছেন: অশেষ ধন্যবাদ দাদা।
শুভেচ্ছা নেবেন।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৭

আহমেদ জী এস বলেছেন: অপর্ণা সেন,




প্রথম পাতায় স্বাগতম। সিঁদুরের মতোই রক্তিমাভা ছড়াক আপনার লেখা প্রথম পাতায়।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩২

অপর্ণা সেন বলেছেন: দোয়া করবেন দাদা।
অনেক ধন্যবাদসহ শুভেচ্ছা নেবেন।

১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এ্ইতো প্রথম পাতায় যায়গা করে নিলেন।।
ব্লগ ডে তে আপনার জন্য ঝাড় ফুকের ব্যবস্থা
করা হয়েছিল। পানি পড়া ও ছিলো।
খুব চমৎকার লিখেছেন, শুভেচ্ছা ও শুভকামনা
আপনার জন্য।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

অপর্ণা সেন বলেছেন: জ্বি, আপনাদের সবার দোয়া কাজে লেগেছে।
এবার লেখালেখি করতে পারবো।
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা অন্তহীন।

১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

শের শায়রী বলেছেন: সাবলীল লেখা। আশা রাখি সামনে আরো লেখা পাব।

শুভ কামনায়।।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

অপর্ণা সেন বলেছেন: জ্বি, দাদা, আপনারা পাশে থাকলে সাহস পাবো।
ধন্যবাদসহ শুভেচ্ছা অন্তহীন।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২৬

নজসু বলেছেন:



পথচলা সুন্দর হোক।

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তরে একটা ধন্যবাদ তো দিতে পারতেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

অপর্ণা সেন বলেছেন: দাদা, আপনার ওপর খুব খুশি হয়েছি।
উত্তর দিতে দেরি হওয়ায় দুঃখিত।
অনেক ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা নেবেন। শুভকামনা রইলো।
আসলে, ব্যস্ততার জন্য পারিনি।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০০

তারেক_মাহমুদ বলেছেন: প্রথম পোস্ট ভাল হয়েছে আশাকরি সামনে অনেক অনেক লেখা পাবো।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

অপর্ণা সেন বলেছেন: জ্বি, দাদা, পাশে থাকায় আনন্দিত।
শুভেচ্ছা নেবেন।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৯

নতুন নকিব বলেছেন:



এখন আর বাধা নেই ব্লগিংয়ে!
মুক্ত বিহঙ্গকে থামায় সাধ্য কার?
নতুন উদ্দীপনায় কোমর বেঁধে নামছেন তাহলে!

প্রথম পাতায় স্বাগত।
শুভকামনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৬

অপর্ণা সেন বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত দাদা।

আপনারা পাশে থাকলে সাহস পাবো।
অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা নেবেন।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লিখেছেন দিদি

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৭

অপর্ণা সেন বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

শুভেচ্ছা নেবেন।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪

নীল আকাশ বলেছেন: বইয়ের মতো লেখা।
বাস্তব জীবন যদিও অনেক অনেক কঠিন। স্
বপ্নময় জীবন ছেড়ে বাস্তবে নেমে আসুন, বিশেষ করে বাংলাদেশে।
আরও লিখুন, বেশি বেশি করে।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৩২

অপর্ণা সেন বলেছেন: অনেক ধন্যবাদ দাদা।
শুভেচ্ছা নেবেন।

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রথম লেখাতেই সবার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। আপনার লেখার হাত ভাল। সুখপাঠ্য, জড়তাহীন। আপনি লেখালেখিতে নিয়মিত হলে ব্লগারদের মধ্যমণি হয়ে উঠতে সময় লাগবে না। লিখতে থাকুন। শুভকামনা রইল!

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৯

অপর্ণা সেন বলেছেন: আপনার কথায় অনুপ্রাণিত হলাম।
অশেষ ধন্যবাদ দাদা।
শুভেচ্ছা নেবেন।

২০| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথম সবকছিুই মধুময় হয় :)

ভালবাসা মূল্য যদি সবাই বুঝতো পৃথিবীতে এত হানাহানি, স্বার্থপরতা, অন্যায় কিছুই থাকতো না।

ভালবাসার জয় হোক।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২২

অপর্ণা সেন বলেছেন: ঠিকই বলেছেন দাদা।
শুভেচ্ছা নেবেন। অশেষ ধন্যবাদ রইলো।

২১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০১

সামু পাগলা০০৭ বলেছেন: আমি নতুন করে কি বলব? ওপরে এত মন্তব্যের ভীড়ে একজন আমার মনের কথাগুলোই লিখে দিয়েছেন, তারটাই আবারো প্রকাশ করি, "সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রথম লেখাতেই সবার মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। আপনার লেখার হাত ভাল। সুখপাঠ্য, জড়তাহীন। আপনি লেখালেখিতে নিয়মিত হলে ব্লগারদের মধ্যমণি হয়ে উঠতে সময় লাগবে না। "

খেয়াল করলাম এটা আপনার প্রথম পোস্ট নয়, প্রথম পোস্টের রিপোস্ট। আরো আরো লিখবেন প্লিজ। ইওর পেন হ্যাভ দ্যাট ম্যাজিক! :)

পরিচয়ে লিখেছেন, আপনি শুধু মানুষ বোঝেন, এটুকু যদি সবাই বুঝতে পারত তাহলে জীবনের সব অংক মিলে যেত!
ভালো লাগল আপনার ব্লগবাড়িতে এসে, বেশ ছিমছাম! আরো অনেক লেখায় সাজিয়ে তুলুন নিজের আঙিনাকে...

২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২১

অপর্ণা সেন বলেছেন: আশীর্বাদ করবেন দাদা।
এইটা প্রথমে লিখেছিলাম বলে পোস্ট করেছি। এরপর থেকে নতুন লেখা দিবো।

আপনাদের পাশে পেলে লিখতে পারবো।
অনেক ধন্যবাদ। শুভেচ্ছা নেবেন।

২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৫

ভুয়া মফিজ বলেছেন: যাক, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রথম পাতায় এক্সেস পেয়েছেন। সবাই অনেকেই সেইফ হওয়ার পর কিছুদিন ব্লগিং করে আগ্রহ হারিয়ে ফেলে। আশাকরি আপনার ক্ষেত্রে ব্লগ সাদাকালো হবে না, চিরকাল রঙ্গীনই থাকবে।

কমিউনিটিতে স্বাগতম। এখন মনের আনন্দে লিখতে থাকুন আর আমরা পড়তে থাকি, তবে কবিতা কম লিখবেন! :P

আর হ্যা, এই লেখাটা ভালো হয়েছে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.