নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউকে বুঝতে পারাটা অপরাধ নয়। অপরাধ হচ্ছে না বোঝার ভান করা।।।\n.....................নিশাত তাসনিম

আফ্রোদিতে

আফ্রোদিতে › বিস্তারিত পোস্টঃ

ছেলেবেলার ছেলেবেলা

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮

ছোটবেলাটা কতো মজার ছিলো তাই না...!
কেনো যে বড় হলাম...???? সেই স্কুলের পুরানো বারান্দায় বসে পুতুল খেলা আর স্যারদে বকুনি খাওয়া। আর স্কুলের সেই হেডটিচারের বেতের মাইর গাছের পাতা ছেঁড়ার অপরাধে। সবকিছুকে আজ খুব মিস করি। রাতের স্কুল কে মিস করি...? বিকেলের খেলার মাঠকে মিস করি। স্কুলের দুস্টামিগুলো মিস করি। সেই আমার পুরানো স্কুলের ক্লাসকে মিস করি। আমাদের স্কুলের কোনো বারান্দা ছিলো না। বারান্দাবিহীন স্কুল ছিলো আমাদের। স্কুল টা চালাতো আমাদের অতি সম্মানীয়, অতি মেধাবি একজন শিক্ষক। জনাব কুদ্দুস। উনি আমার একজন আইকন ও বলা চলে। প্রতিদিন সকাল সাতটায় স্কুলেএ যেতাম। দুপুরে কিছুক্ষন বিরতি থাকতো তারপর আবার শুরু হত ক্লাস উৎসব। বিকালে থাকতো মাগররিবের নামাজ বিরতি। তারপর রাতের ক্লাস। তারপর একগাদা পড়ার বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরতাম। মন্দ ছিলো না লাইফটা। এভাবেই প্রতিদিন অতিবাহিত হতো। এর মাঝেই কতো আনন্দ উৎসব হতো আমাদের। অভিমান হতো বন্ধুদের সাথে। আবার স্যারদের পিটুনিও খেতাম সবাই। স্কুলের সামনের বিশাল মাঠে আমরা দৌড়ে বেড়াতাম সবাই। যেনো সবাই এক প্রাণ।আজ বন্ধুরা আমরা একসাথে নাই কেউ। কিন্তু স্মৃতিগুলো আছে। এখন সবাই সবার লাইফ গোছাতে ব্যাস্ত। তবুও মাঝে মাঝে স্মৃতিগুলো আমাদের নাড়া দেয় গভিরভাবে। ইচ্ছে করে সেই সময়ে ফিরে যেতে যখন ছিলো না কোনো বাধার শাষণ, ছিলো না কষ্টেরও নানান কারণ। শুধুই ছিলো বন্ধুত্বের বন্ধণ। বন্ধুরা তোদের খুব বেশি মিস করি রে।...... ভালো থাকিস তোরা সবাই........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.