![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবনটা কেমন যেন অদ্ভুত তাই না। কত কিছুই থেকে না সে বঞ্চিত হয়! কখনো সবচেয়ে প্রিয় জিনিসটি বিসর্জন দিতে হয় আবার কখনো বা নিজের মনের অব্যক্ত কথাগুলোকে লুকিয়ে রাখতে হয়। আমি বরাবরই সংসার ধর্ম পালন করা থেকে বিরত থাকতে চাইতাম। সংসার থেকে কি পালাতে চাইতাম নাকি নিজেই নিজের জীবন থেকে!!! উত্তরটা আজো জানা হলো না। মানুষ চাইলেও যে অনেক কিছু করতে পারে না তা জানলাম। চাইলেই কি এখন খোলা আকাশের নিচে দু'হাত প্রসারিত করে দিতে পারবো???? পারবো না। একটা সময় থাকে যখন নিজেকে প্রকাশ করার ইচ্ছে জাগে। ইচ্ছে জাগে জগতটাকে পালটে দিতে। আমার ইচ্ছের প্রকাশ গুলো যে এতো তারাতারি বদলে যাবে ভাবিনি। এখন আর কিছুই করতে ইচ্ছে করে না। অপেক্ষা। এখন শুধু মৃত্যুর জন্য অপেক্ষা। কতদিন হলো কবিতা লেখা হয় না। কবিতার আমার উপর বড্ড অভিমান। লেখার প্রকাশ ভঙ্গি ভুলেই গেছি। কবিতারাও অভিমান করে। তাদের অভিমানগুলো হয় খুব ভয়ংকর ধরনের। এই অভিমান সহজএ ভাঙ্গতে চায় না। জীবনের উপর আমার বরাবরই খুব অভিমান ছিলো। জীবন আমাকে শুধু কষ্টই দিয়েছে। জীবনের কাছ থেকে কখনো কিছু চাই নি। আর চাইবই বা কি। নিজের জন্য কখনো কিছু চাইতে হয় না। জীবন খুশি হয়ে যতটুকু দেবে তাই গ্রহণ করো দেখবে তোমার জীবনে সুখের অভাব হবে না। এক মায়াজালিকায় আটকা পরে গেছি আমি। ভালোবাসার অত্যাচার। এর ভেতর একবার ঢুকলে কারো মুক্তি নেই। কখনো মুক্তি হয় না। আর কেউ মুক্তিও চায় না। যে অত্যাচার হয় মধুর এর থেকে মুক্তি না চাওয়াই ভালো। জীবন কখনো এক দিকে প্রবাহিত হয় না। নদীর মতো এরও গতিপথ পরিবর্তিত ভিন্ন আঙ্গিকে। কেউ পথ হারিয়ে ফেলে আবার কেউ নতুন পথ পায়............।।।।।
©somewhere in net ltd.